রাণীর প্রতি বিদ্যার প্ৰবােধন | এ কথা কহিল যদি মুনিমনোহর । . মহীপতি-মহিলা মূচ্ছিত পড়ে ধরা ॥ চেতন পাইয়া কহে কহ চন্দ্রমুখি । মাতৃহত্যাভয় বাছা নাহি একটুকি ॥ কেমনে এমন কথা কহ তুমি ঝিয়ে । বিদেশে পাঠায়ে তোমা অভাগী কি জীয়ে ৷ দশমাস গৰ্ত্তে বটে দিয়াছি গো ঠাই । , পাইয়াছি যত কষ্ট তার সীমা নাই। পালিলাম এতকাল নিত্য চিত্তমুখে । এখনে ছাড়িতে চাহ ছাই দিয়া মুখে ॥ তোমার নাহিক দোষ বিধাতা নিষ্ঠ র । শঙ্কা নাই তাই বিদ্যা যাবে এতদূর । হরি হরি কারে কব ললাটের লেথ । জীবনে মরণে বুঝি আর নাহি দেখা ॥ বিদ্যা বলে মাগো তুমি যে কহ প্রমাণ । ধৈর্য্যাবলম্বন করে আছে যার জ্ঞান ॥ কার পুত্র কার কন্য। কার মাতাপিত । সৰ্ব্ব মিথ্যা সত্য এক নগেন্দ্র-তুহিতা ॥ বিষম যাহার মায়। সংসারব্যাপিনী । কৌতুক দেখেন কৰ্ম্মভোগ করে প্রাণী ॥ বেদেতে বিদ্বান বেদব্যাস মহামুনি । মায়াতে ভুলিলা তেহ শাস্ত্রে হেন শুনি ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।