পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাণীর প্রতি বিদ্যার প্রবোধ বচন । ১৫৯ শুকদেব জন্মিলেন র্তাহার তনয় । মুখদুঃখহীন তনু জ্ঞানী মহাশয় ॥ ভূমিগত হবামাত্র স্বকৰ্ম্মে প্রস্থান। ফের ফের বল্যে মুনি পাছে পাছে যান ॥ কত দূরে নারীচয় করে জলক্রীড়া। নগ্ন তার শুকে দেখি না করিল ব্রীড়া ॥ কালগোণে তথা উপস্থিত ব্যাসমুনি । সলজ্জিত কুলে উঠে যত সীমস্তিনী। কাপে গুরু উরু চারু বসন পরিল। কৃতাঞ্জলি মুনীন্দ্র নিকটে দাড়াইল । হাসিয়া কহেন মুনি এই কোন কৰ্ম্ম । বুঝিতে না পারি তোম। সবাকার মৰ্ম্ম । যুবা পুত্র গেল মোর এই পথ দিয়া। লজ্জা না পাইলা মনে সে জনে দেখিয় ॥ বৃদ্ধ আমি আমাকে দেখিয়৷ এত লজ্জা । বসনাদি পরিলা ধরিলা পুৰ্ব্ব সজ্জা । সবিনয় কহে তারা শুনহ গোসাই। মহা যোগী শুকদেব বাহ্যজ্ঞান নাই। মায়াতে মোহিত তুমি মুনি মহাশয়। তোমারে দেখিয়া মনে জন্মে লজ্জাভয় ॥ স্বতশ্নেহে তুমি মুনি চলেছ পশ্চাৎ । গুক নাহি ভাবেন ডাকেন পাছে তাত ॥ লজ্জা পেয়ে মুনি চলি গেলা নিজপুরে। প্ৰবোধ জন্মিল চিত্তে খেদ গেল দূরে।