পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬০ বিদ্যাসুন্দর। সৰ্ব্বশাস্ত্রবিজ্ঞ মুনি তার এত জাল । কি দোষ তোমার মাগে৷ তুমি ত অবলা । নিবৃত্তিমার্গের কথা কহিলাম মাতা। , প্রবৃত্তিমার্গের স্বষ্টি স্বজিল বিধাত । পাছে নাহি বুঝে পরে করে অনুযোগ । কস্তাপুত্র জন্মিলে কেবল কৰ্ম্মভোগ। তুভ্যমহং সম্প্রদদে কহিলে বচন । গোত্র ভিন্ন হয়ে পড়ে দৈবের ঘটন। পরপুত্ৰ জননী গো হয় হৰ্ত্তাকৰ্ত্তা । শাস্ত্রে কহে রমণীর মহাগুরু ভৰ্ত্ত ॥ রাণী কহে চন্দ্রাননে তুমি রমাসমা । বিশ্বকে বুঝাতে পার গুণ আছে ক্ষমা ॥ কিছু কিছু বুঝি বটে এই শাস্ত্ৰনীত । তথাচ বিদরে বুক মায়াতে মোহিত ॥ জল শৈবালের প্রায় মন নহে স্থির । , ক্ষণেক বিবেক ক্ষণে বিদরে শরীর ॥ পুনরপি কহে বিদ্য মন কর দড়। শোকে সৰ্ব্বধৰ্ম্মলোপ শোক শাপ বড় ॥ সজলনয়নে কহে য়ত সহচরী। ছাড়িয়া মমতা তুমি যাবে কি সুন্দরি ॥ কেন্দে কহুে বিমলা কমলা ছেড়ে যাও । জন্মশোধ দেখি চাদমুখ তুলে চাও ॥ সঙ্গে যাবে যারা তার সহর্ষবদন । যে না যাবে কত কব তাছার যাতন ।