পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যা সহ সুন্দরের স্বদেশ গমন । ১৬১ রাজার নিকটে রাণী কহে সবিশেষ। দুহিতা জামাত তব অদ্য যান দেশ ॥ শ্ৰীকবিরঞ্জয়.কহে করি কৃতাঞ্জলি । ঐরামদুলালে মাতা দেহ পদধূলি। বিদ্যা সহ স্বন্দরের স্বদেশগমন। বীরসিংহ নৃপ্রধান শুনিলা জামাত যান হায় হtয় রোদন বদলে । ক্ষণে ক্ষণে পড়ে মহী খেদ করে রহি রহি বিধাতার এই ছিল মনে ॥ হৃদয়ে পরম ব্যথা কহে কথা যাব কোথা কার বিদ্যt কে লয়ে চলিল । স্বপ্নরূপ কন্যাগুলা ভেঙ্গে গেল ধূলাখেলা শোকশেল হৃদয়ে পশিল ॥ ক্ষণকাল মৌনে থেকে সুন্দর জামাত ডেকে স্তব করে বাক্য সকরুণে । বাপ। এই বৃদ্ধকাল ভাল তব ঠাকুরাল বিহিত করহ নিজ গুণে ॥ দিলাম সকল রাজ্য চেষ্টা পাও রাজকাৰ্য্য আনাই তোমার মাতাপিত । বেহাই বেহাই সুখে যাইব উত্তর মুখে তুমি রাজা মহিষী হস্থিত। শ্বশুরের সন্নিকটে কবিবর কহে বটে স্বরূপ কহিলা মহারাজ ।