এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
১৬২ বিদ্যাসুন্দর। কিন্তু একবার যাই দেখি বন্ধু বাপ ভাই না যাওন ভাল নহে কায ॥ সত্য সত্য শুন শুন আগমন শুভ্র গ্রনঃ হবে তব রাজ্যে মহাশয় । সম্প্রতি বিদায় মাগি আমি দোহাকার লাগি বৃথা শোক করহ হৃদয় ॥ অপরাহ্নে তরুছায় অতি দূরতর যায় সে যেমত ছাড়া নহে মূল। অন্ততম ভাব পাছে মানস তোমার কাছে থাকিল গমন সেই তুল ॥ দানে রাজ কর্ণতুল্য দিল দ্রব্য বহুমূল্য ছত্ৰ গজ রথ দাস দাসী । হাজার সোয়ার সাথ হামরাই নিশানাথ আনন্দিত কবি গুণরাশি ॥ কন্ত কোলে করি রাণী কহিলা গদগদ বাণী তুমি রাজলক্ষ্মী ছিল মাতা। ছাড়িয়া চলিলা দেশ বুঝি পরমায়ু শেষ ভূপতিকে বিমুর্থ বিধাত ॥ পতিপ্রাণ শাস্ত্রে উক্তি তোমা বুঝাবার শক্তি ভূমণ্ডলে আর কারু নাই । কিন্তু ব্যবহার আছে তেঁই গো তোমার কাছে গোটা দুই কথা বাছ কই ॥ পুরে ওরলোক যত তাহ সবাকার মত হবে রবে মানায়্যে সেবায়। T