এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিদ্যা সহ সুন্দরের স্বদেশ গমন । ১৬৩ দয়া পরিজন প্রতি যার থাকে গুণবতী সেই সে গৃহিণীপদ পায় ॥ জনকজননীপদ ধরি করে গদগদ কহে বিদ্যা সজলনয়নে । এই তুমি জন্মদাতা নিকটে বটেন মাত৷ দুঃখিনীরে যেন থাকে মনে ॥ সুন্দর সুন্দর নাম দেবীপুত্র গুণধাম অষ্টাঙ্গে প্রণাম করে সুখে । দশদণ্ড মাত্র দিবা দম্পতী স্মরিয়া শিব রথে উঠে চলে দেশমুখে ॥ গ্রামবাসী যত লোক সকলের মহাশোক সখীচয় চিত্রিত পুতুলি। শোকে বুক নাহি বান্ধে রাজা রাণী দোহে কান্দে । কলেবর ধূসরিত ধূলি ॥ দশ দিবসের পথ দশ দণ্ডে যায় রথ ত্বর করে গুণের গরিম। বিদ্যা কহে প্ৰভু ক্রোধ ত্যজ দেখি জন্ম শোধ জনকের অধিকারসীমা ॥ এড়াইল দেশ নানা দূরে স্বাধিকার থান মনে মনে পরম কৌতুক । ত্বরাতে নাহিক কায সারথিরে যুবরাজ কহে রথ বুখি একটুক । ধন হেতু মহাকুল পুৰ্ব্বাপর শুদ্ধমূল কৃত্তিবাস তুল্য কীৰ্ত্তি কই।