পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S\ల8 বিদ্যাসুন্দর । দানশীল দয়াবন্ত শিষ্ট শান্ত গুণানন্ত প্রসন্না কালিকা কৃপামই ॥ সেই বংশসমুদ্ভব পুরুষাৰ্থ কত কব ছিলা কত কত মহাশয় । অনচির দিনান্তর জন্মিলেন রামেশ্বর দেবীপুত্র সরলহাদয় ॥ তদঙ্গজ রামরাম মহাকবি গুণধাম সদা যারে সদয়৷ অভয় । তদঙ্গজ এ প্রসাদে কহে কালিকার পদে কৃপাময়ি ময়ি কুরু দয়া ॥

  • .,

সুন্দরকে আনয়নার্থ পিতামাতার প্রত্যুগদমন । অধিকারে উপনীত গুণসিন্ধুসুত । শীঘ্ৰগতি নিজ পুরে পাঠাইল দূত ॥ দূতমুথে নরপতি শুনি শুভ ভাষ। মৃত যেন পুনরপি পায় জীবন্যাস ॥ আনন্দের ওর নাহি বাহু তুলি নাচে। অমান উঠিয়া গেল মহিষীর কাছে। হাসি কহে কি কর কি কর ভাগ্যবতী । পুত্রবধু দেখ গিয়ে উট শীঘ্ৰগতি ॥ রাণী বলে প্ৰভু তুমি কি কহিলে কথা । সুন্দর গুণের নিধি বাছ মোর কোথা ॥ আর কি এমন দিন আমার হইবে। চাদমুখে ম৷ কথাটি সুন্দর কহিবে।