& > W. স্থলদরকে আনয়নার্থ প্রত্যুদগমন । পুরবাসী সহ রাজরাণী রথে উঠে। বাল বৃদ্ধ যুবা লোক পিছে পিছে ছুটে । সৈন্যকোলাহল শব্দে কর্ণে লাগে তালী। কাড়া সঙ্গে রঙ্গে চলে লক্ষ লক্ষ ঢালী ॥ প্রথমতঃ সাজিল হাবেসি যোড় যোড়া । লস্করের আগে যায় নাচাইয়া ঘোড়া ॥ ঘন ঘন ডঙ্কা শঙ্কা রিপু চমকিত । উড়িছে পতাকা সিতাসিত রক্ত পীত ॥ কটকের পদভরে কম্পিত মেদিনী। ফুকারে নকিব জয় করালবদনী ॥ স্বগৃহে শয়নে সুখে ছিল মহাপাত্র । উঠে ছুটে চলিল সংরাদ পাবামাত্র। পথ করে পরিষ্কার চিওে কুতূহলী। দেtধারি রোপিল চারু শ্রীরামক দলী ॥ আম্রশাখাযুক্ত বারিপূর্ণ স্বর্ণঘট । শীঘ্র করে স্থাপন শ্ৰীগৃহ সন্নিকট ॥ পিতামাতা দেখি কবি নামি ভূমিতলে। সাষ্টাঙ্গে প্রণাম করে বস্ত্র দিয়া গলে ॥ সন্তোষসাগরমধ্যে ভাসে রাজtরাণী । পুত্র কোলে করে দোহে প্রসারিয়া পাণি ॥ সে সময় যত সুখ কথায় কে কবে । সহস্ৰ বদন হয় কৈতে পারে তবে ॥ দ্বিগুণ উথলে প্রেম-নিরখিয়া বধু। সঘনে চুম্বতি রাণী মুখরাকাবিধু ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।