পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SVN বিদ্যাসুন্দর । ঐকবিরঞ্জন কহে কালী কৃপামই । আমি তুয়া দাসদাস দাসপুত্ৰ হুই ॥ বিদ্যাকে দর্শনার্থ নারীগণের আগমন । মঙ্গলাচরণে কুলাচার যত ছিল । পুত্রবধু নিয়া নিজ গৃহে প্রবেশিল । গুণসিন্ধু দয়াসিন্ধু কল্পতরুরূপ । রতনভাণ্ডার বিতরণ করে ভূপ। ভাঙ্গিল নগর কেহ ঘরে নাহি রহে । পরস্পর সকলে সকল বাৰ্ত্ত কহে ॥ উপনীত ক্রমে ক্রমে দ্বিজপত্নীগণ । জনে জনে দিল। রাণী রত্নসিংহাসন ॥ আসন থাকুকু আগে এসে গুন রাণী। বধূ তব কেমন দেখাও দেখি আনি ॥ কুতুহলী পদধূলি শিরে বন্ধে সতী। সকলে কহেন বাছা হও পুত্রবর্তী ॥ করে ধরে টেনে নিয়া বসায় নিকটে । হাসি হাসি কহে ঘরভরা বউ বটে ॥ কোন রাম বলে বুঝি পাচ মাস পেট। মরমে লজ্জিত ধনী মাথা করে হেঁট ॥ মুখফোড় মেয়ে বলে হেদে কি জঞ্জাল। আইবড় বাপঘরে ছিল এতকাল ॥ বয়োধিক কেহ কহে ব্ৰাহ্মণবনিত । এ মেয়ে সামান্য নহে পরম পণ্ডিত ৷