পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । تسيانج কাব্যের রচনা সময় নির্দেশ করা বড় কঠিন হইয় দাড়াইয়াছে। এইরূপ স্থলে কাব্যের সময় নির্দেশ করিতে হইলে সাধারণতঃ দুইটী উপায় অবলম্বন করা যায়। এক কাব্যের ছন্দাদি । fabta qi Internal cvidence of: দ্বিতীয়, আনুসঙ্গিক অবস্থা fabta qi External evidence যতদূর সম্ভব, আমরা এস্থলে এই সকল মীমাংসা করিব । é, *** এ সম্বন্ধে পণ্ডিতবর শ্ৰীযুক্ত রামগতি হ্যায়রত্ন মহাশয়, তাহার বাঙ্গালী সাহিত্যবিষয়ক প্রস্তারে বলিয়াছেন, কবিরঞ্জন বিদ্যামুনীর “কোন শকে রচিত হইয়াছে তাহা স্থির বলা যায় না। কিন্তু ইহা নিশ্চয়ই বোধ হয় যে, কবিরঞ্জন বিদ্যাসুন্দর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল রচনার ২১ বৎসর পুৰ্ব্বেই রচিত হইয়াছিল। অন্নদামঙ্গল ১৬৭৪ শকে সমাপ্ত হইয়াছে, একথা তদ্‌গ্রন্থেই উল্লিখিত আছে, সুতরাং কবিরঞ্জন বিদ্যাসুন্দর ১৬৭০ ৷ ৭২ শকে রচিত হইয়াছে, অনুমান করা যাইতে পারে। এস্থলে কেহ কেহ বিপরীত অনুমানও করিয়া থাকেন—র্তাহাদের মতে কবিরঞ্জন বিদ্যাসুন্দর অন্তদামঙ্গলের পর রচিত । কিন্তু একথা কোন রূপেই সঙ্গত বলিয়া বোধ হয় না। যেহেতু অন্নদামঙ্গলের অন্তর্গত বিদ্যাস্কনারের রচনা, কবিরঞ্জন বিদ্যাসুন্দরের রচনা অপেক্ষ অনেক মধুর, অনেক চাতুৰ্য্যসম্পন্ন, ও অনেক উকৃষ্ট। অতএব তাহ বিদ্যমান দেখিয়াও কবিরঞ্জনের রচনা প্রবহমান নদীসন্নিধানে সরোবর খননের ন্তায় নিতান্ত অবিজ্ঞের কার্য্য হয়। মহাকবি রামপ্রসাদ তত অবিবেচক ও অসহ্যদর ছিলেন ইহা সম্ভব হয় না। বরং এইরূপ সম্ভব যে, রামপ্রসাদ বিদ্যাসুন্দর রচনা করিয়া রাজা কৃষ্ণচন্দ্রকে প্রদান করিলে তিনি উছ পাঠ করিয়া পরম পরিতুষ্ট হয়েন , কিন্তু উহাকে আরও বিশোধিত ও স্বমধুত্ব করিবার অভিপ্রায়ে স্বীয় সভাসদ ভারতচন্দ্র রায় গুণাকরের হস্তে সমর্পণ করেন। রায়গুণাকর উহা বিশোধিত না করিয়া ঐ মনোরম উপাখ্যানকে অস্থিস্বরূপ অবলম্বনপুৰ্ব্বক