পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৮ বিদ্যান্থন্দর। কবিরাজ রাজা পুত্ৰ সম প্রজা পালয়ে পূর্ণাভিলাষ । ভূপ জরাগ্রস্ত দীরা সহ ত্ৰস্ত কৈলা বারাণসীবাস ॥ বিদ্যাবর্তী সতী প্রসবে সস্তুতি মাঘ শুক্ল ত্রয়োদশী। অভেদ সুন্দর রূপ মনোহর যেমত শরদশশী ॥ নিজ দেহছবি নিরখিয়া কবি তনয়তনু নেহালে । মন্দ মন্দ হাসে এই মনে বাসে যেন দীপে দীপ জলে ॥ করে বিতরণ রতন বসন কুঞ্জর ঘোটক ধেনু । মহা কুতুহলী শিরে দিল তুলি লক্ষদ্বিজপদরেণু ॥ জাতদিনবিধি কুলাচারবিধি করে কবি গুণধাম । ষষ্ঠ মাসে মুখে অন্ন দিল সুখে পদ্মনাভ রাখে নাম । পঞ্চম বৎসরে কর্ণবেধ করে বিদ্যারম্ভ শুভ দিনে । সপ্তদিন মাত্র লেখে তালপত্র পঞ্চাশত বর্ণ চিনে ।