›ዓ o বিদ্যাকুন্দর। গাথিল দেউল উচ্চ স্পর্শে বিষ্ণুপদ । চতুর্দিকে পুষ্পোদ্যান সন্নিকটে হ্রদ ॥ পাষাণে নিৰ্ম্মাণ কৈল কালিক দক্ষিণ । শবারূঢ়া মুক্তকেশী বসনবিহীন ॥ মুণ্ডমালাবিভূষণ খড়গমুণ্ডধর’। যাম্যে বরাভয় ব্রহ্মময়ী পরাৎপর। ॥ অসংখ্য মহিষ মেঘ ছাগ নানা বলি । কনকচম্পক দিল চরণে অঞ্জলি ॥ উপহার দ্রব্যভার সীমা কব কত । স্তপ স্তুপ পৰ্ব্বত প্রমাণে শ্রদ্ধামত ॥ তথাপিও কদাচ প্রসন্ন নহে চিত্ত । শব সাধনার্থে খেদ করে নিত্য নিত্য ॥ প্রযত্নে সক্ষতি করে চণ্ডালের শব । সাধকেন্দ্র সুন্দর সাহস অসম্ভব ॥ ভেীমবারযুত কৃষ্ণ চতুর্দশী নিশি । শ্মশানে চলিলা সঙ্গে মহিষী রূপসী ॥ বিস্তারিত বিবরণ বর্ণিলে সমস্ত । গ্রন্থ যাবে গড়াগড়ি গানে হব ব্যস্ত ॥ জ্ঞাত নহি বলে কেহ না করিব হেলা । বিষম বিষয় কালসৰ্প নিয়া থেলা ॥ স্বকীয় কল্যাণ কিন্তু চিন্তা করা চাই । ভঙ্গীতে সঙ্কেপে কিছু কিছু করে যাই ॥ অকৰ্ত্তব্য হেতু কত ব্যতিক্রম হবে। আগমজ্ঞ কেহ কোন দোষ নাহি লৰে ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।