১৭২ বিদ্যাসুন্দর । । কিন্তু ধে সে ঘাই মরে না লবে সে শব। বলেছেন গোবিপ্র স্ত্রীরূপ গ্ৰাহ ভব ॥ সম্মুখ সংগ্ৰামমধ্যে নষ্ট যে শরীর। সে শব প্রশস্ত লবে হবে যেবা ধীর ॥ সৰ্ব্বদা ন লবে ভাই শব পৰ্য্যুষিত। শাস্ত্রমত কৰ্ম্ম করে যেজন পণ্ডিত ॥ মূলমন্ত্র পাঠ করে পুজাস্থানে নিল । উক্ত মস্ত্রে সুকৌতুকে জলবিন্দু দিল ॥ পুষ্পাঞ্জলিত্রয় দিয়া পুনশ্চ প্রশাম । বিবেশেতি মন্ত্র পাঠ করে গুণধাম ॥ ক্ষালন প্রশস্ত শব মুবাসিত জলে । নববস্ত্রে পয়িষ্কার কৈল কুতূহলে। ধূপেন ধূপিতং কৃত্ব গ্রন্থের বচন । সেইমত চন্দনাদি করিল লেপন । রক্ত আtভ হয় যদি চন্দন লেপিতে । শবে করে ভক্ষণ সাধকে আচম্বিতে ॥ নিজ করে যত্নে ধরে শবকটিদেশ। পূজাস্থানে নিল মহামুবুদ্ধি নরেশ । ততঃপরে কুশশষ্যা করে গুণনিধি। পুৰ্ব্বশির রাখে শব অাছে ষেবা বিধি ॥ এলাইচ লবঙ্গ কপূর জায়ফল। তাম্বুলাদি শবমুখে দিলেক সকল । পুনরপি সেই শৰ কয়ে অধোমুখ । তৎপৃষ্ঠে চন্দনে লিখে চিত্তে মহাসুখ ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।