পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শব সাধন । ১৭৩ বাহুমুল কটিদেশ পরিমাণ তার । চতুরস্র মধ্যে তাহে পদ্ম চতুদ্বার ॥ দলtষ্টক সমন্বিত মধ্যে পুষ্ঠে মন্ত্র। লিখে কবি তন্ত্রমত জ্ঞাত মন্ত্র যন্ত্র। নিবেদন যাবতীয় পণ্ডিত নিকটে। ভিন্ন তন্ত্রে কিন্তু এই কথা ব্যক্ত বটে। উপদ্রব যদ্যপি জন্মায় ষত্ব করে । নিষ্ঠীবন দিবে শবে কটিদেশ ধরে । তদুপরি রক্তকম্বলাদি দিব্যাসন। শীঘ্ৰগতি করে পুনরপি প্রক্ষালন ॥ যজ্ঞকাষ্ঠ দ্বাদশ অঙ্গুলি পরিমাণ। দশদিক্ষু পূৰ্ব্বমত রাখে স্থানেস্থান ॥ ইন্দ্ৰtiদ দেবতা পুজে স্বামিসম্বোধনে। বিঘ্ন বিনাশন করে মহা সাবধানে ॥ চতুঃষষ্টি ডাকিনী যোগিনীগণ যত। সবাকার পূজা কৈল ভক্তিযুক্তনত । মূলমন্ত্রে শবানন পূজে মহাকবি । ঘোটকারোহণ ক্রমে বৈসে যেন রবি ॥ স্বকীয় চরণতলে দিল কুশাসন । শবকেশ ধরে করে যুটিকাবন্ধন ॥ গুরুদেব গণপতি দেবীকে প্রণাম। ষড়ঙ্গন্তাসাদি যত কৈল প্রাণায়াম ॥ ক্ষেপ করে দশদিক্ষ লোষ্ট্র বিবদ্ধনে। তদন্তে সঙ্কল্প কৈল উল্লসিত মনে।