এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অষ্টমঙ্গলা । չԳչ রত্নসিংহাসনমাঝে পাৰ্ব্বতীশঙ্কর । মালাধর হারাবতী ঢুলীয় চামর। জ্যেষ্ঠ ভগ্নী ভবাণী সাক্ষাৎ লক্ষ্মী দেবী। যার পাদপদ্ম আমি রাত্রিদিব সেবি ॥ ভগ্নীপতি ধীর লক্ষ্মীনারায়ণ দাস । পরম বৈষ্ণব কলিকাতায় নিবাস ॥ ভাগিনের যুগ্ম জগন্নাথ কৃপারাম। : আমাকে একান্ত ভক্তি সৰ্ব্বগুণধাম ॥ সৰ্ব্বাওজ ভগ্নী বtট শ্রীমতী অম্বিক । তার দুঃখ দূর কর জননী কালিকা। গুণনিধি নিধিরাম বৈমাত্রেয় ভ্রাতা। তারে কৃপাদৃষ্টি কর মাত৷ নগজাত ৷ জগদীশ্বরীকে দয়া কর মহামায়া । মমাম্বুজ বিশ্বনাথে দেহ পদছায়া ॥ শ্ৰীকবিরঞ্জনে মাত কহে কৃতাঞ্জলি । গ্রীরামদুলালে মাগো দেহ পদধূলি ॥ অষ্টমঙ্গলা । নমে। বিশ্ববিভাবিনী দক্ষযজ্ঞ বিনাশিনী জনমিলা পৰ্ব্বতেশঘরে । কাৰ্ত্তিকেয় জন্ম হেতু ভস্মরাশি মীনকেতু তদবধি অনঙ্গাখ্যা ধরে ॥ - দুরন্ত মহিষাস্থর তার দৰ্প কৈলা চুর লীলায় হইলা দশভুজা ।