পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>bro বিদ্য সুন্দর । মহিষমৰ্দ্দিনী নাম সেতুবন্ধে প্রভু রাম প্রকাশিল শারদীয়া পূজা ৷ গুস্ত নিশুম্ভের গৰ্ব্ব সন্মুখ সমরে খৰ্ব্ব শক্তি লভে সুরথ সমাধি । ব্ৰহ্মময়ী পরাৎপর। জন্মজর মৃত্যুহুর তব তত্ত্ব না জানেন বিধি ॥ বিধি হরি ত্রিলোচনে মহাকালী দরশনে গতমাত্র প্রথমতঃ মায়ণ । শেষ জন্ম কৃপালেশ গত যাবতীয় ক্লেশ দিলা পদসরসিজচ্ছায়া ॥ নৃপতি বিক্ৰমাদিত্য তোমা-পূজে নিত্য নিত্য লভিল রমণী ভানুমতী । তুমি আদ্যশক্তি শিব মূঢ়মতি জানি কিবা কৃপাময়ি অগতির গতি ॥ মালাধর হারাবতী শাপে জন্ম বসুমতি ব্ৰতকথা জগতে প্রচার । কালক্রমে ত্যজি প্রাণ পুনরপি পরিত্রাণ কেবা বুঝে চরিত্র তোমার ॥ ধন হেতু মহাকুল পূৰ্ব্বাপর শুদ্ধমূল কৃত্তিবাস তুল্য কীৰ্ত্তি কই। দানশু দয়াবস্ত শিষ্ট শাস্ত গুণানন্ত প্রসন্ন৷ কালিকা কৃপামই ॥ সেই বংশে সমুদ্ভব পুরুষাৰ্থ কত কব ছিল। কত কত মহাশয় ।