লক্ষীর বন্দন । (©-8 ) কমলে কমলা—রক্তপদ্মোপরি আসীন লক্ষ্মী--লক্ষ্মীই কমলালয় বাসিনী । কোমল—মাধুর্য্যময়। লক্ষ্মীই সৰ্ব্বাপেক্ষা রূপবতী । শ্রীর অর্থই লক্ষ্মী। এই জন্য কথায় বলে, “ রূপে লক্ষ্মী গুণে সরস্বতী।” ভারত এক স্থলে বলিয়াছেন, “রূপবতী লক্ষ্মী গুণবতী বাণী লো । রূপেতে লক্ষ্মীর বশ চক্রপাণি লো ॥” মঞ্জুল মঞ্জীর—মনোহর নূপুর। কমলে কমলা-মঞ্জীর—ভারত বলিয়াছেন, “ কমল চরণ, কমল বদন, কমল নাভি গভীর। কমল কুকর, কমল অধর, কমলময় শরীর ॥ ” ডমরু সুচারু—ণ্ডমুরের ন্যায় কটি দেশ অতি ক্ষীণ । ভারত বলিয়াছেন, “ কত সরু ডমরু কেশরী মধ্যখান ৷ ” ইত্যাদি। কান্তি মধ্যে.লোক-বুকের মাঝে যে ঈষৎ রোম রেখা থাকে, তাহাকে নদীর সহিত, এবং স্তন ছুটকে চক্রবাক্ ও চক্রবাকীর সহিত তুলনা করা হইয়াছে। রাত্রে যেমন বিরহবিধুর চক্রবাক চক্রবাকী নদীর দুই পারে থাকে—সেই রূপ লোমাবলীরূপ সৌন্দর্য্যের নদীর দুই ধারে চক্রবাকৃ চক্রৰাকী রূপ দুইটী স্তন রহিয়াছে। কোক—চক্রবাক । t বিস—মৃণাল । পঞ্চে...তমু—মৃণাল ত পঙ্কে বাস করে, সে কি দেৰীর সরল
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।