পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসুন্দর । بهره অপরূপ...যুগলে সুগলে— প্রসাদ অার এক স্থলে বলিয়াছেন, ইয়ু শিশু শব সুশোভিত কর্ণে। বামা আধা শশী ভালিনী ॥ ধ্যানে আছে, — “ নিৰ্জ্জীব কণোৎপলাং । ” অকালে প্রলয় স্বষ্টি – মায়ের লীলাতেই স্মৃষ্টি ও সংহার হইতেছে—তাহীর সময় অসময় কালাকাল নাই । যখন ইচ্ছ। তখনই তিনি কোন না কোন ব্ৰহ্মাও স্বষ্টি করিতেছেন বা প্রলয় করিতেছেন। ব্ৰহ্মাণ্ড কোট কোটা এই অনন্ত বহ্মাও লইয়াই মহাকালীর ক্রীড়া । হত রথি-সকল -- প্রসাদ অন্তলে বলিয়াছেন, রমণী সমর করে, ধর কাপে পদভরে, রথ রথ সারঙ্গী তুরঙ্গ গরীসে । কলেবর মহাকাল, মহাকালে ঢাকে ভাল, দিনকর কর ঢাকে চিকুর পরশে ॥ 鬱 藝 激 寝 豫 নিরূপম রূপছটা, ভদ করে ব্রহ্মকট, প্রবল দনুজ খট গিলে গরাসে ॥ অন্যত্র,—একি চতুরানন হরি, কলয়তি শঙ্করি, সম্বরণ কর রণ । ফণিরাজ কম্পিত, সতত ত্ৰাসিত, প্রলয়ের এই কি কারণ ॥ ধন্ত্য দার। স্বপ্নে তার প্রত্যাদেশ তারে-কবিরঞ্জনের মনে । এই দৃঢ় বিশ্বাস ছিল যে, তাহার স্ত্রী তাহ অপেক্ষ বেশী ভাগ্যবতী। কারণ কালী কখনও তাঁহাকে প্রত্যক্ষ হন নাই । কিন্তু র্তাহার স্ত্রীকে স্বপ্নে দেখা দিয়াছিলেন। এই জম্ভই কতকট ক্ষোভে, কতকটা অভিমানে কবিরঞ্জন এই রূপ বলিয়াছেন । অষ্টরসাধার—নিম্নে বর্ণিত আট প্রকার রস বা ভাব মনে উদিত হয় । গুণসঙ্কু...অর্থাৎ, গুণের আধার বা গুণবান শ্রোতা । তখন