বিদ্যার পাত্রান্বেষণে মাধব ভাটের কাঞ্চিপুর গমন । ( : به ۰ دس-۹ ) বিশেষতঃ বিদ্যালাপে জয়।--অর্থাৎ শাস্ত্রীয় বিচারে বিদ্যাকে হারাইয়া দিবে, বিদ্যার এরূপ পণ্ডিত পতি হওয়t চাই । ভারতে আছে “প্রতিজ্ঞ করিল সেই, বিচারে জিনিবে যেই, পতি হবে সেই সে তাহার ।” ®“ সুধাসিন্ধু মধ্যে ভাসে—ভাট উপযুক্ত বর মিলাইতে পারিবে বলিয়। রাজা আনন্দ সাগরে ভাসিতে লাগিলেন । প্রসাদেতে --রাজদত্ত পুরস্কার লাভে । কাঞ্চিদেশ–এক্ষণে তাহাকে ইংরাজীতে কাঞ্জিভরম দেশ বলে । কোটী—অর্থাৎ কুট বা জটিল বিষয় । নিতান্ত বিদ্যার এই কান্ত--যে বিদ্যার পতি হইবে, তাহার একাধারে রূপ, গুণ, কুল, শাল সমস্ত থাকা চাই এবং তাহার কালী ভক্তও হওয়া আবশ্যক। ধৰ্ম্মজ্ঞান না থাকিলে বিদ্যার সার্থকতা নাই । একাধারে এত গুণভাট কেবল সুন্দরেই দেখিলেন, তাই তৎক্ষণাৎ বুঝিলেন যে এই বিদ্যার উপযুক্ত বর । রায়বার—প্রেরকের অভিপ্রায় বিনীত ভাবে জানাইয়া, তাহার গুণগান করা । কুর্ণিস–সেলাম, নমস্কার । বিচু ডেরা--বদ্ধমানের মধ্যে বাসা । তসদিয়া-কষ্ট । ওলেকেন ভুল গেয়া সব—কিন্তু এ সমস্ত কষ্ট আমি ভুলিয়া গিয়াছি । থেলাপন কষ্ট্রে। বাবু –বাৰু সাহেব আমি মিথ৷ কথা কহিব না ।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।