পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের বদ্ধমান যাত্র । ( ১০-১৩ পৃঃ । ) মাহেন্দ্র --মাহেন্দ্র যোগে যাত্রা সৰ্ব্বাপেক্ষ শুভ । শাস্ত্র মতে মাহেন্দ্রক্ষণেতে সৰ্ব্ব কার্য্য সিদ্ধ হয় । সাধারণতঃ পঞ্জিকাতে যাত্রার শিব জ্ঞানে মহেন্দ্র, অমৃত প্রভৃতি যোগের নিরূপণ विां प्ठ् । * দক্ষিণে গো মৃগ-যাত্র। কালে নিম্নলিখিত বিষয় সকল স্থা নির্দিষ্ট স্থানে থাকিলে মঙ্গল চিহ্ন বলিয়। জানা যায় । -- “বামে শব শিব কুন্ত দক্ষিণে গো মৃগ দ্বিজাঃ । নকুলো সৰ্ব্বতে ভদ্রঃ ন সৰ্পশ্চ কদাচনঃ ॥” পাঠক ইহার সহিত একবার ভারতের মঙ্গল চিন্স বর্ণনা মিলাইয়া দেখিবেন । - ধেনু বৎস এক স্থানে, বৃষ ক্ষুরে ক্ষিতি টানে, 米 素 豪 অন্নপূর্ণ। ক্ষেমঙ্করা হয়ে । প্রকৃষ্ট প্রভাব পাৰ্ব্বতীর পুর্ণ প্রভাব । - তুষ্টতর তারা...তাকায় —তাহার কালা ভক্ত সুন্দরের প্রতি সমধিক তুষ্ট হইয়া তৎ প্রতি একবার ও বিরূপ দৃষ্টিপাত করে না । sik মায়ায় স্বজিলা—সেখানে প্রকৃত নদী ছিল না, দেবী স্বীয় মায়। প্রভাবে তাহা স্বজন করিলেন। এই স্থানের মায়ানদী বর্ণনা কবিরঞ্জনের সম্পূর্ণ নূতন। ভক্ত কবি সুন্দরের ধৰ্ম্ম বিশ্বাস পাঠককে বুঝাইবার জন্যই এই কৌশল অবলম্বন করিয়াছেন। শিবেীপম যোগী সুন্দরের সম্মুখে উপস্থিত হইল –তিনি সুন্দরকে সে বিপদে তরিবার একরূপ পথও বলিয়া দিলেন, কিন্তু,প্রকৃত ভক্ত সুন্দর সে কথা শুনিলেন না, বরং যোগীকে যথার্থ ধৰ্ম্মের মৰ্ম্ম বুঝাইতে