পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌb~ বিদ্যান্থন্দর । বৈদ্য দেখে নাড়ী ধরি করে ব্যাধিভেদ । চিকিৎসা করয়ে পড়ে কাব্য আয়ুৰ্ব্বেদ ॥ সাযুজ্য—মোক্ষ চারি প্রকার তন্মধ্যে সাযুজ্য হইলে ব্রহ্মে লীন হওয়া যায় । বেদান্ত বাদরাই এইরূপ মোক্ষের প্রাথ । ( পূৰ্ব্বে টাক দেপ } যোগবলে দান পরমাণু-যোগসদ্ধ হইলে মৃত্যু ইচ্ছাধীন হয় । বাহিরে সহর থানা---এই স্থান হইতে গড় বর্ণন আরওঁ । কবি এই স্থান হইতে ক্রমে ক্রমে সাতটা গড় বর্ণনা করিয়াছেন । ভরতচন্দ্রের গড় বর্ণনা ও কবিরঞ্জনের গড় বর্ণনে প্রভেদ আছে । ভারত ভিন্ন ভিন্ন গড়ে ভিন্ন ভিন্ন জাতির বসতিএইরূপ বর্ণনা করিয়াছেন কবিরঞ্জন, সে রূপ করেন নাই । প্রথমে সহর খান, থোষ খান, ফিল থtল, তোপ থানা, প্রভৃতি বিভিন্ন থানার বণনা করিয়ু ছেন । পাঠকগণ দুইটী বর্ণনাই মিলাইয় দেখিবেন । মেওয়াতির থানা—মেওয়াৎদেশীয় পাহাড়ীয় দুরন্ত সিপাহি সওয়ারের অtডড । ইরাণী তুরকী তাজী-ভারতে আছে,— ইরাণী তুরক। তাজী আরবী জাহাজী । হাজার কাজার দেখে থামে বান্ধ। বাজী ॥ গাজী - বিজয়ী সেনাপতি । ঝাম্পান ঢাল-প্রশস্ত বুক বাপ চাল । গোরাগায় চিক্কণ কাবাই—সুন্দর , গেীর বর্ণ গায়ে যুক কাট জামা পরা রহিয়াছে। পাঠানের চৌকী—পাঠান সিপাহীগণের থান । ভারতও দ্বিতীয় গড়ে পাঠানের চৌকী বর্ণনা করিয়াছেন,--- দ্বিতীয় গড়েতে দেখে যত মুসলমান। ঝাড়--কাপড় ঝড়ি৷ দিয়া লয়, কোন দুষ্ট অভিপ্রায়ে কোন গোপনীয় দ্রব্য আনিয়ছে কি না, ইহা দেখিয়া লয় । সকল রাজ্যেরই এই নিয়ম । হুজুতে-সামান্য তর্ক, বা গোলযোগ করিলে।