পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8 বিদ্যাসুন্দর । দদেী রসাৎ পঙ্কজরেণুগন্ধি গজায় গঙুষ জলং করেণু । অৰ্দ্ধোপর্ভুক্তেন রিসেন জায়াং সন্তবিয়ামাস রধাঙ্গ নাম ॥” # ক্ষণে বিষ তুল্য কর—বসন্তের পর এক্ষণে গ্রীষ্ম বর্ণনা হইতেছে। তাই সূর্য্যের তীক্ষরস্মি । মৃগেন্দ্র গজেন্দ্র-একঠাই— “মৃগ পালে পাল, শাৰ্দ্দল রাখাল, কেশরী হস্তি রাখাল । ময়ুর ভুজঙ্গে, ক্রীড়া করে রঙ্গে, ইন্দুরে পোষে বিড়াল ॥” সখি-বন্ধুমেঘ । শিথি—পুচ্ছ । প্রমদে –আনন্দে । কালিদাস বলিয়াছেন “মেঘেtদয়ে ভবতি সুখিনোহপ্যন্যথাৰ্বত্তিচেত।” । বিন্দুপাত...শরদ—শরতে মেঘেরগর্জন হয়—সেরূপ বর্ষণ হয় না। কবিরঞ্জনের এই ছয় ঋতু বর্ণনা অতি সুন্দর হইয়াছে। ইহা সঙ্খেপ হইলেও বেশ প্রাঞ্জল । সুন্দর দর্শনে নাগরীদিগের উক্তি । (२२-२८ *j६) কবিরঞ্জনের এই স্থলের বর্ণনা অতি মনোহর । ভারতও ঠিক এইরূপ বর্ণনা করিয়াছেন । এক ছন্দে এক ভাবে এক রূপ রসে উভয় কৰিষ্ট এই স্থানের বর্ণনায় রচনা চাতুর্যোর পরাকাষ্ঠ দেথাইয়াছেন । ইহার মধ্যে কাহার বর্ণনাটী অপেক্ষ কৃত ভাল তাঙ্গ সহজে বলা যায়মা । সাধারণত , এই মাত্র বলা যায় ভাবের গভীরতায় কবিরঞ্জন আর বর্ণনার মনেীহারিতীয় ভারত শ্রেষ্ট । পাঠক গণ স্বয়ং এই দুই স্থান তুলনা করিবেন।