পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মালিনা ও বিদ্যার কথোপকথন । (৪২-৪৩ খৃঃ) গুণ সিন্ধুর স্বরূপ- গুণের সাগরের স্বরূপ । পদ্মমুন্দরাস্য-পদ্মের ন্যায় সুন্দর মুখ । অনুভাবে—-প্রভাবে । স্বান ছলে আমাকে দেখাও-এই স্থানটা অতি স্বাশবিক হই য়াছে । পূর্কোই কবি বলিয়াছেন, সুন্দরকে দেখিতে বিদ্যার উৎকট ইচ্ছা হইয়াছিল। এক্ষণে সেই ইচ্ছা পূর্ণ করিবার উপায় করিয়া লইলেন। ভারতে আছে, “মোর বালাখানার সম্মুথে রথ আছে। দাড়াইতে তাহাকে কহিবে তার কাছে ॥” দাভে করে কুট৷ কাটা— আপনার অপরাধ স্বীকার করিবার প্রধান উপায় । সুন্দর নিকট বিদ্যার বাৰ্ত্ত কথন । (৪৩-s৫ খৃঃ) বত্ন জনে—জ ও রী ; কথা বলে রতনেই রতন চিনে।’ তব পত্র পাব। মাত্র-নীচ জাতীয় হীরা এই স্থানে অতি শয়েtক্তি দ্বার। প্রকৃত ঘটনা অনেক বাড়াইয়। বলিয়াছে। ভারতে আছে মালিনা, “কহিল সকল কথা কুমার সুন্দরে। শুন বাপ তোমারে দেখিবে অকপটে। কহিল সঙ্কেত স্থান রথের নিকটে ॥* -osov