& বদ্যাসুন্দর । ৰরাবরই স্বনারকে পতিরূপে পাইবার জন্য কালীকে প্রার্থন। করিয়াছেন। তাহার কখনই অন্য বাসনা ছিল না । পড়িল প্রসাদ জবা ফুল—কোন কামনা করিয়া ইষ্টদেবতার অভিপ্রায় জানিতে হইলে, ঘটের উপর ফুল চাপাইয়া দিতে হয়। ফুল পড়িয়া যাইলে দেবতা সু প্রসন্ন হইলেন বুঝি তে হইবে । ইহাকে চলিত কথায় ফুল কাড়ান বলে । তোমার হৃদেশ এই—বিদ্যাও সুন্দরের ন্যায় কালীর আদেশে সুন্দরকে গন্ধৰ্ব্ব বিধানে পতিত্বে বরণ করেন । তাহাতে অভব্যতা থাকিতে পারে, কিন্তু কোন পাপ ছিল না। প্রতুল—তোমায় অভীষ্ট সিদ্ধ হইবে অর্থাৎ সুন্দরকে পাইবে । سمسم.م.م. -مع مع سمسم. o বিদ্যার বাসর সজ্জা । o ( 8*-& * "f: ) ভক্ষ্য দ্রব্য –পাঠকগণ কবি রঞ্জনের সময়ের ভাল থাবার কি কি ছিল দেখিয়া লউন । সে সময়েও লুচির ব্যবহারও এদেশে প্রচলিত ছিল । ভক্ষণে...ক্রীড়া-বৈদ্যগ্রন্থমতে পান খাইলে শরীর গরম হয়— ' ও তাহাতে কামোত্তেজনা বৃদ্ধি হয় । * এই স্থলে কবিরঞ্জন তাহার বিদ্যার চরিত্রের উৎকর্ষতা বেশ রক্ষা করিয়াছেন । র্তাহার বিদ্যা সুন্দরকে প্রথমে স্বানের সময় বকুল তলায় দেখিয়া উৎকণ্ঠিত ও মালিনী কর্তৃক তিরস্কৃত হইয়াছিলেন বটে কিন্তু তাহার সে তাব ক্ষণস্থায়ী মাত্র । ভারতের বিদ্যার গোপনে বিবাহ করিবায় বিশেষ ইচ্ছা ছিল, , র্তেই বলি চুপে চুপে, বিয়া হয় কোন রূপে, শেষে কালী যা করে তা হবে ॥ . কfবরঞ্জনের বিদ্যা কিরূপে সুন্দর সমাগম হইবে তাহা মনে ন করিয়া সুদরকে পতিরূপে পাইবার জন্য কেবল
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।