পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বি দ্য ও সুন্দরের বিচার। 46. বিশদ হয় নাই। এই সংস্কৃত শ্লোকৃগুলি ভারত বা কৰিরঞ্জনের রচিত নহে—তাহ পুৰ্ব্বাবধিই প্রচলিত আছে। কেহ কেহ অনুমান করেন, বররুচিকৃত বিদ্যাম্বন্দরে ইহ প্রথমে সন্নিবেশিত হয়। কিন্তু তাহ স্থির বলা যায় না। ভারত ও কবিরঞ্জন বাঙ্গালা ছনে এই সকল শ্লোকের স্বতন্ত্ররূপে অর্থ করিয়াছেন—এই মাত্র । • * , গো-জারতে অাছে, “এ শ্লোকে গো শব্দে সিংহ, লোচন, ধরণ IP । সহস্ৰ গোডুৰণ কিঙ্কর “সহস্ৰ লোচন ইন্দ্র দেবরাজ ধীর । তাহার কিঙ্কর মেঘ গরজে গভীর ॥* * গেtভূৎ শিখর—“পৰ্ব্বত ধরণীধর তাহার শিখরে ।” গোকৰ্ণ শরীর ভক্ষ— “লোচন শ্রবণ পদে বুঝহ ভুজঙ্গ। তাহার ভক্ষক ডাকে ময়ুর বিহঙ্গ ॥” স্বজোনি ভক্ষক ধ্বজ— “আপনার জন্ম স্থান ভক্ষয়ে অমল । তার ধ্বজ ধুম উঠে গগণ মণ্ডল ॥ তাহাতে জনমে মেঘ - । তিমিরারিবিম্বপ্রতিৰিক্ষ্মধারী— “তম অন্ধকার তার অরি চাদ এই ৷ যার পুচ্ছে চাদ ছাদ"—t यमूंब ) ।। পবন ভক্ষের ভক্ষ “পবন অশন করে জানহ ভূজঙ্গ । তাহারে আহার করে ময়ুর বিহঙ্গ।” বসু-ধন লক্ষ্মী বন্দনায় আছে, - সৰ্ব্ব গুণহীন,যদি ধনবান হয়। তৃণভূল্য দ্বারে তার কত গুণালয়।”