পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শৃঙ্গারে পরস্পর উক্তি । (৬১-৬২ পৃঃ) এই স্থান বিদ্যাপতি চণ্ডীদাসের অনুবরণে বর্ণিত হইয়াছে। এসম্বন্ধে কবিরঞ্জনের বর্ণনা ভারতের বর্ণনা অপেক্ষ অনেক প্রচ্ছন্ন । বদন যামিনী –দেহ মশিন হইয়াছে । সোহত—তাহ হইতে । -- বিদগ্ধ রাজ —রসিক। রসমঞ্জরীতে আছে, “বিদগ্ধ দ্বিমত হয় বাক্যে আর কাজে । কথা শুনি কাৰ্য্য দেখি বুঝিবা অব্যাজে ।” কৈসন –তোমার ধৰ্ম্ম কিরূপ । উয়ল নিরমল ছন্দ —মনে নানারূপ রঙ্গরসের উদয় হইল। বোধ হয় এ পাঠটি “উয়ল নিরমল চন্দ” হইবে। কেন না, ইহার পরেই “মধু বিভাবরী” প্রভৃতি পদ রহিয়াছে। বিচেড় বয়েদি —উঠন্ত বা উচকা বয়সী । ཟ། শৃঙ্গারে সর্থীগণের ব্যঙ্গোক্তি । .(৬২-৬৩ পৃঃ) অকারে হকার-সংযুক্ত—আহ। कन-भूझ । ঈষ-ঈর্য ।