○8 বিদ্যাসুন্দর । । 錄 球、 来源 来 米 মান শান্তি চিকু অশ্রু লোমাঞ্চ সীৎকার ॥ অবশ্য এসব রূপে মানের বিনাশ ॥ ( 8 ० ) বিদ্যার গৰ্ত্ত দৃষ্টে সখিগণের যুক্তি চিন্তা। ( ৬৯-৭১ পৃঃ ) নবকুমুfমত—ভারতে আছে “ বিদ্যার হইল ঋতু সখীরা জানিল। বিয়া মত পুনৰ্ব্বিয়। সুন্দর করিল ॥” এই বর্ণনা হইতে দুইটী বিষয় জানা যায়। প্রথমতঃ তৎকালে ১৪ । ১৫ বৎসরই স্ত্রীলোকের প্রথম ঋতু কাল ছিল। দ্বিতীয়তঃ পুনৰ্ব্বিবাহের পুৰ্ব্বে স্বামী সহবাস করিতে নাই এই নিয়ম তখন হইতেই ভঙ্গ হইয়াছিল । কেহ বলে. কামগাতিশয়-অতিশয় কামাতুরা। স থীদিগের দ্বারা বিদ্যার চরিত্র বর্ণনা অতি সুন্দর হইয়াছে। ভারতের বর্ণনা এত সুন্দর নহে । স্ত্রী বুদ্ধিতে পরমাদ ( প্রমাদ ) – শাস্ত্রে আছে, - “ স্ত্রীবুদ্ধি প্রলয়ঙ্করী। ” সখীগণ কর্তৃক রাণীর নিকট বিদ্যার গৰ্ত্ত বার্তা প্রদান । ( ৭১-৭২ পৃঃ ) চির দিন দেখি নাই সে চাদ খয়ন— মুসলমানদিগের সময় হইতে এই এক আশ্চর্ষ্য নিয়ম আমাদের দেশে প্রচলিত হইয়াছে । মুসনমানগণ যাহাকে পারিরীরিক মুখ বলে,
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।