পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

c বিদ্যাসুন্দর। ঘটা—(১) আড়ম্বর, বা (২) সমূহ। আকটে পাপোস--রাগে জুতা শুদ্ধলাথি মারে । নজর দৌলত—দর্শনীর উপহার। রাজসন্নিধানে উপস্থিত হইতে হইলে দর্শনী স্বরূপ ধন উপহার দিতে হয়, এস্থলে বাঘাই কোটালই সেই নজর দৌলত স্বরূপ হইয়াছে। কোটালের বিনয় । ( ৭৯-৮২ পৃঃ ) কব ৰণব্য— আশ্চর্য্য রহস্য কথা বলিব । নকে দিব তির—একালে রাগের সময় কথায় কথায় যেমন বলে “নাকে ঘুষি মারিব, বা ঘুযিমেরে নাক ভাঙ্গিব।” সে’ কালে, তেমনি তীরের ব্যবহার ছিল বলিয়া রাগ হইলে, তীর দিয়া নাক বিধিব বলিত । সবংশে গাড়িব একগাড়ে— ভারতও এই ব্যাপার ঠিক এইরূপে বর্ণনা করিয়াছেন । “জান বীচ্ছ এক খাদে গাড়িব হারামজাদে তবে সে জানিবি মোর দম্ভ ” সুরাপানে রাগরঙ্গে—ভারতে আছে “মাতালে কোটালি দিয়া।” থাক বারবধু সঙ্গে—ভারত রাজার মুখে এরূপ কথা না বলাইয়া হীরার মুখে বলাইয়াছেন যথা, “লোকের ঝি বস্থলয়ে সদা থাক মত্ত হয়ে তোর ঘরে যত সকলি অসত আমি দিতে পারি কয়ে ॥” বিষ খেতে দেন মাতা—এই স্থানটা বড়ই সুন্দর। পিছে দিল মহসিল—পাছে কোটাল পলাইয়া যায়, এই আশঙ্কায় রাজা তাহার পিছনে পাহার লাগাইয়া দিলেন।