পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কোটালিনীর অন্তঃপূরে গমন ও রাণী সহ কথা । ( ઝર- ૪ જૂ: ) স্বষ্টি লোপ হয় -আমি সবংশে ধ্বংশ হইব। আত্মম্ভরি লোক, স্বষ্টির মধ্যে “আমি” ব্যতীত আর কিছুই দেখে না, ইহাই তাহার দৃষ্টান্ত । নিশিনাথ—রাত্রির প্রহরি । কোতোয়াল । ভূপতিকে হেয় জ্ঞান-রাজার প্রতি কোটালের এইরূপ ঘৃণ৷ বড়ই স্বাভাবিক হইয়াছে। বাস্তবিক কোটাল রাজার সম্বন্ধে যাহ বলিয়াছে তাহ বেশ সঙ্গত। - কোটালের ভূপতির প্রতি নিন্দ। ( ઝ8-6 જુદુ ) এড়াইল সেই আমি চোর –ভারতে আছে, “পরে করি গেল মুখ আমার কপালে দুখ ধন্যরে কোটালি খেদমত ।” গরদান লৈতে চায় মোর—ভারতে অাছে, দুজনে ভুঞ্জিল মুখ আমার কপালে দুখ এ বড় বিধির অবিচার ।” অগ্নি-বীণ, ক্রোধাগ্নি । o গ্রামের সম্বন্ধ যারে —এই উপদেশ গুলি কবিরঞ্জনের বড়ই চমৎকার। ইহা চলিত কথা হওয়া উচিত । নেমকে পালা—আমি রাজার লুণ থাইয়া প্রতিপালিত হইয়াছি। কবিরঞ্চুনের এই বর্ণনা ভারত অপেক্ষ অনেক উৎকৃষ্ট ।