ছদ্মবেশে চোর অন্বেষণ । · ጫፉ তথ৷ কণর কথা লাগে নাই—কোটালের অত্যাচারের বিরুদ্ধে রাজার নিকট নালিশ কারলেও, রাজা সে কথায় কর্ণপাত করেন নাই। কারণ ভাবিয়াছিলেন বাঘাই বুঝি চোরের সন্ধান পাইয়াছে। 经 পুরী সুদ্ধ—সবংশে। কবিরঞ্জনের এই স্থানের বর্ণনা অতি উৎকৃষ্ট হইয়াছে। চরসমূহের ছদ্মৰেশে চোর অন্বেষণ । ( :ية ج جسسجيا ) তঞ্চ—ংপ্রবঞ্চমা । বিড়া...উ৯াইল-পান হাতে লইয়া প্রতিজ্ঞ করিল। হরকরী-~~গুপ্তচর । দানির-ছলে দান--রাস্তার চৌমাথা, নদীর ঘাট প্রভৃতি স্থানবিশেষে, যে মাশুল আদায় করা হয়, তাহাকে দান বলে, আর যে আদায় করে তাহাকে দানী বলে। ব্ৰজবাসী--বেশ– কবিরঞ্জনের এই ভণ্ড বৈরাগী বর্ণনা অতি চমৎকার হইয়াছে । শক্তি উপাসক প্রসাদের সহিত বৈরাগীদের চির বিরোধ বলিলে হয়, বিশেষত বৈরাগী আজু গোসাইয়ের সহিত র্তাহার প্রতিযোগিতা ছিল। বোধ হয় সেইজন্যই কবি বৈরাগীদের এইরূপলাঞ্ছনা করিয়াছেন। গিরস—গিরিমাটির রং । • নামরস-হরিনাম সুধা। চীরা—খওবস্ত্র"। দুই ভাই—গেীর নিত্যানন্দ । বিষম উঠে ডেকে—মধ্যে মধ্যে বীরভদ্র বা অদ্বৈত বলিয়া মহী চীৎকার করিয়া উঠে। নবশাক—সদগোপ, মালী, তিলী, তন্তবায়, মোদক, বারুই, কুম্ভকার, কৰ্ম্মকার, নাপিত এই নয়ট জল আচরণীয় জাতি।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।