পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գt- বিদ্যাসুন্দর। বিদ্যা সখীগণ লয়ে, বারি হৈলা দ্রুত হয়ে, রছিলেন রাণীর নিকটে । ” কুমারহট্ট --কুমারহাট । ইহা হালিসহর পরগণার অন্তর্গত । এস্থলে অনেক বদ্ধিষ্ট কুম্ভকার বাস কৰুিত বলিয়া এরূপ নাম হইয়াছে। এই গ্রামেই কবিরঞ্জনের জন্ম হয় । রাম কৃষ্ট ধাম... তথা—কfবরঞ্জন এক জন ঘোর তান্ত্রিক সাধক ছিলেন। তিনি তন্ত্ৰ মতে উপাসনা করিতেন—শব সাধন করিতেন। এইরূপ সাধনার জন্ত তিনি তন্ত্রোক্ত পঞ্চমুণ্ড সাধনসন সংস্থাপন করিয়া তথায় নিয়মিত রূপে সাধনা করিতেন। সর্প, ভেক, শশ, শৃগাল ও নরমুণ্ডে এই আসন প্রস্তুত হয়। অদ্যাপি তাহার বাসস্থানের নিকট এই আসনের চিছু দোলমঞ্চের দ্যায় বিদ্যমান আছে । হিন্দুগায়কগণ আজি পর্য্যস্ত এই স্থানে আসিয়া প্রথমে গান করিয়া আসনের মাটী মস্তকে ও জিহবায় দয়া, মজুর। কারতে বাহির হয়। এখনও সেদেশের লোক এই আসনকে সম্মান করে, তাহার নিকট মলমুত্র ত্যাগ করে না । কিঞ্চিত তষ্ঠিলে...শিব।--অথাৎ প্রসাদ এস্থলে সাধনায় সম্পূর্ণ রূপ সিদ্ধ হইতে পারেন নাই । কালা র্তাহাকে প্রত্যক্ষ হহয়া দেখা দেন নাই। বোধ হয় যথা সময়ের পুৰ্ব্বে ধ্যান ভঙ্গ হওয়ায় এরূপ হইয়াছিল । এই জন্য কবি বরাবর দুঃখ ক1রয়া বলিয়াছেন । “ আমি কি অধম এত বৈমুখ আমারে ” চোর ধরণার্থ বিদ্যার মন্দিরে সিন্দুর লেপন । ( ఇ-సెవ :) রজনী রাজন-কোটাল। অন্যত্র আছে নিশানাথ । বাপীতটে-—দীঘীর পাড়ে। s.