পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b・8 বিদ্যাসুন্দর । శ 彈 学 অহনিশ বিমরিশ পেলে বিষ খাই ॥ বাস্তবিক কবিরঞ্জনের সুন্দরের চরিত্র অতি উচ্চ । ভারতের সুন্দরের সহিত তাহার তুলনাই সস্তবে না । কেহ বলে—এস্থলে কোটালের অনুচরদের দন্তও অতি চমৎকাররূপে বৰ্ণিত হইয়ছে , পাঠক ভারতের বর্ণনার সহিত ইহার তুলনা করিয়! দেখিবেন । পটুক —কটিকষণ, কোমরবন্দ । মুক্ত করে নিজ করে –এখানে রাজপুত্ৰ সুন্দর নিজ বীৰ্য্য বলের বেশ পরিচয় দিয়াছেন । ক বরঞ্জনের সুন্দর সর্বগুণালঙ্কৃত । চুলছিল এল –তখন পুরুত্বের ৭ বড় বড় চুল রাপার রীতি ছিল । এখনও বঙ্গ বেহার উড়িষ্য ও পঞ্জাবে এই পদ্ধতি আছে । পধাইতে পারে...রাজারে -এস্থলে সুন্দরের অসাধারণ শৌর্য্য বীৰ্য্য ও মহত্তের পরিচয় পাওয়া যায় । সুন্দরের বন্ধনে বিদ্যার খেদোক্তি । ( ) -> అ ) দয়িত—স্বামী ! দগ্ধ।--তূপে অত্যন্ত কাতরা । ধীহারা—জ্ঞান হত । ধূচয় --কম্পন । পারা—ন্যায়। পার। অথবা পান কথা সৰ্ব্বত্ৰে চলিত নাই । প্রায় হইত ‘পারা’ হইয়াছে । নিম্নগা-নদী । রাত্রিকালে সূর্য্য বিহনে নদী গর্ভস্থ পদ্মিনী যেমন বিরস ও মলিন হইয়। যা পদ্মিনী বিদ্যাও স্বামীর বন্ধনে সেইরূপ হইলেন : - স্বপ্নে—আবেশে, মনোভ্ৰমে । আত্মহত্য দিব –তোমার নিকট আত্মহত্য। করিব। অথবা আমার আত্মহত্যার পাপ তোমাতে অশিবে । প্রভু পূৰ্ব্বে প্রাণ বলে-কুমারসম্ভবে আছে,