বিদ্যার বিনয়োক্তি । bro (: হৃদয়ে বসসীতি মৎপ্রিয়ং যদবোচ স্তদবৈমি কৈতবং । উপচার পদং নচে দিদং ত্বমনুঙ্গ কথমক্ষত৷ রতিঃ ॥ একটা চলিত গান আছে, “আগে প্রাণ বলে শেষে প্রাণ নিলে ।” অশেষে বিশেষে, মজীয়ে শেষে, শেষে প্রাণ, প্রাণে বধিলে ।” তোমার তুলনা তুমি – এইরূপ তুলনী অতুলনীয়। নিধুবাবুর গানে আছে, - “তোমার তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে ।” ত্বদঙ্গ জ—তোমার ঔরসজাত পুত্র। ফাফরে ফেপর রূপা— বিপদে বিপদনাশিনী । 數 কোটালের প্রতি বিদ্যার বিনয়োক্তি । (১১৬-১১৮ পৃঃ) কপালে কঙ্কন—ভারতে আছে, “কপালে কঙ্কন হানে অধীর রুধির বানে ।” পাঠক কবিরঞ্জনের এই স্থলে বর্ণনা ও ভারতের বিদ্যার আক্ষেপ তুলনা করিয়া দেখিবেন, উভয়ই অতি সুন্দর হইয়াছে । গাথা চাদে দিল যেন ভক্ত—এস্থলে বিদ্যার মুখ-চন্দ্রের ও তাহার কপালের রক্ত চিহ্নের সহিত, রক্তবর্ণ অশোক ও কিংশুক হারের তুলনা করা হইয়াছে। . ভামুচণ্ড—সুর্য্যের হ্যায় দোর্দণ্ড প্রতাপ এবং কোপন স্বভাব । প্রকৃষ্ট প্রকাশ—নিকটেই যে যথেষ্ট অত্যাচার করিতেছে, বা . তাহার প্রচণ্ড স্বভাবের প্রচুর পরিচয় দিতেছে। রাকা শশধয়—পূর্ণিমার চন্দ্র"। ফুল্ল ইন্দাবর-প্রস্ফটিত নীল পদ্ম ।
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।