যমালোচন - আমরা এস্থলে কবিরঞ্জন,বিদ্যাসুন্দরের বিস্তৃত সমালোচনী করিব না। তবে, অনেকের এরূপ ধারণা আছে যে, তাহার বিদ্যাস্থনার ভারতের বিদ্যামুলার অপেক্ষ। নিকৃষ্ট । কোন কোন সমালোচক স্পষ্টই একথার আভাষ দয়াছেন তাহ আমরা পূৰ্ব্বে দেখাইয়াtছ । সেই জই কবরঞ্জন বিদ্যাসুন্দর কোন শ্রেণীর কাব্য তাহ দেখাহবার অাবস্তক হইয়াছে। যে tহসাবে ভারতের বিদ্যাসুন্দর কবিরঞ্জনের কাব্য অপেক্ষ উৎকৃষ্ট, তাহু। আমরা প্রথমেহ উল্লেখ কাব্লয়াছ । সাধারণ লোকে স্বধু রসাত্মক বাক্যহ কাব্যের প্রধান লক্ষণ মনে করেন। এবং ভারতের সেই রসের চরম উৎকর্ষ আছে বলিয়া, লোকে তাহার বিদ্যামুন্দরকেই শ্রেষ্ঠ বণিয়া থাকে।. কবিরঞ্জন বিদ্যাসুন্দরে সে রসের যথেষ্ট সন্নিবেশ আছে সন্দেহ নাই। কিন্তু ভারতের মত র্তাহার রসের ছড়াছড়ি ঢলাঢ়াল নাহ। কিন্তু তাহ হহলেও তাহার বিদ্যমুন্দরে সকল রসেরহ সুন্দর সমাবেশ দেখতে পাওয়া যায়। বাস্তবিক একাধারে এত অল্পের মধ্যে এত ভিন্ন ভিন্ন ব্লসের অবতারণা কয়জন কবি কারতে সমর্থ হহয়াছেন । আবার প্রত্যেক রসেরই স্থায়াভাব, সঞ্চারিভাব, তাহার আলম্বন, উদ্দীপন অতি চমৎকাররূপে সামবোশত আছে। তবে প্রসাদগুণ থাকায় ভারতের বর্ণনা যেরূপ হৃদয়গ্ৰাই হুহুয়াছে—তাহার সেরূপ হয় নাই । আমরা ঢাকার প্রায় প্রত্যেক স্থলেহ কবিরঞ্জন ও ভারতের বণনা তুলনা করিয়া দেখাহুয়াছি। সুতরাং এস্থলে তাহার পুনরূল্লেথের আবর্জ্যক মাছ । আবার কাবরঞ্জনে যেমন রসের অবতারণার চমৎকার শিল্পচাতুৰ্য্য আছে—তেমনই তাহার অলঙ্কারের পারিপাট্যও যথেষ্ট আছে। ভারতের কাব্য যেন বড় ঘরের নববধু—আগ৷ BBBS BBBBS SBBBS BBB BBS BB BBB BB BBB টুকুটকে 'সৰ্ব্ব দোষহরা গোর রংটা আছে-ভারতের কাব্যের,
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।