পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి8 বিদ্যাসুন্দর। . ফণী—অনন্ত, ইনি পৃথিবীকে ধারণ করিয়া আছেন । চুম্বিতধরণী—চুল মাট পৰ্য্যন্ত লুটাইয় পড়িয়াছে। জন্মভুমি...বচন-কথায় বলে “ জননী জন্মভূমি চ স্বর্গাদপি গরীয়সী। ” অর্থাৎ প্রণান্ত বিপাকে পড়িয়া এই পাচ অমূল্য নিধির সহিত বুঝি বা সাক্ষাৎ না হয় । -- জয়ঙ্করী- যাঙ্গার নাম লইলে সকল বিপদকেই জয় করা হয় । টোটাই- কমাই । ধনুকের টঙ্কার শব্দ “ ম৷ ” শব্দ দ্বারা ঢাকিয় ফেলি । t” gঠাকুরালী ছাড়—ঠাকুর ভক্তকে প্রথমে ছলনা করেন—তাহাকে পরীক্ষণ না করিয়া তাহর অভিষ্ট সিদ্ধ করেন না । ডিঙ্গিয়-- পূৰ্ব্বেকার খন্দক লঙ্ঘন পরীক্ষার কথা। মসনি—মসান শ্মশান কথার অপভ্রংশ। তব তত্ব•••কত-ভারতে আছে, , “কত মায় কর কত কায় থর বেদের গোচর নয়।” অন্যত্র,-– “বিধি বিষ্ণু শিব আদি তোমার মায়ায়। মৃণালের তন্তু মধ্যে সদা আসে যায় ॥” স্থাবর জঙ্গম। --নহে—ভারতে আছে, “মাটি কাট পাথর প্রভৃতি চরাচর। পুরাণে কোরাণে দেখ সকলই ঈশ্বর ॥” ছুরিত—পাপ, দুঃখ । - ধূর্জাট ধামনি- মহাদেবে দেহিনী মহাকালী। ধরা ধরেশকুমারী-পৃথিবীধারী পৰ্ব্বতগণের শ্রেষ্ঠ হিমালয় দুহিতা । ধীমান...করি—অর্থাৎ ধীরব্যক্তি ধৈৰ্য্যপূৰ্ব্বক সেই নিত্যধাম তোমার শ্ৰীপদ একমনে চিন্তা করেন। মলিন নির্জিত- যtহার নয়নশোভায় নীলপদ্ম পরাজিত হইয়াছে। -