মাধব ভট্টের উক্তি। హిష్క్ পাঠটি এইরূপ হইলে অনেকটা ভাল হয়। যথা—মঠ দোহাই লাগে তুঝে, ভট সেতার ! কাহা চোর ? কোতো, য়াল তোহারি ? ভাটেশ চোখ মুখ ঘুরাণীতে কোতোয়াল রাগে অধৈৰ্য্য হইয়া ভাটকে গালি দিয়া বলিল, তুই বড় যে আমার তুচ্ছ তাচ্ছিল্য করিয়া চোখ মুখ যুৱাইয়া গালি দিতেছিস্, তোকে তোর গুরু মন্দিরের দোহাই শীঘ্র লাগে, অর্থাৎ তুই তোর গুরুমন্দির বা দেবমন্দির ছুয়ে শপথ করে বল, কে চোর বা কোথায় তোর চোর ? তবে কি তোর চোর এই কোত্তোয়াল, যে অমন করিয়া ঝাল ঝাড়িতেছিস্ ? বলা বাহুল্য যে, ভাটের কথায় ভাটকেই চোরের সহচর, সন্দেহ জন্মিয়াছিল। ভাট কহে কিজিয়ে—ভাট প্রথমে কোতোয়ালকে খুব এক হাত নিয়াছিল। কিন্তু কোতোয়tল যেমন তাহার উপর বাকিয় - উঠিল, ভাট অমনি নরম হইয়া বলিল, কোতোয়াল রে অমন করে গালি দিস না, কারণ যদি তোর অনবধানতায় সুন্দরের প্রাণের কোন অনিষ্ট ঘটে, তবে তুইও সপুরি এক গাড় যাবি ৷ গাধি—“গাদি হইবে । (অর্থাৎ পুরীস্বদ্ধ, বা সবংশে) মাধবের প্রতি কোটালের কচুবাক্য । vరిన-ు 8 o পৃঃ থয়ের-মঙ্গল । মোত লাগা— তোর মরণ উপস্থিত । বেলুফেয়াল—আপাততঃ-সম্প্রতি । মোচ তে উখাড়ো—গোপ ছিড়ে ফেলো । o পদ্য দেখি ...হ করে—বোধ হয় এই স্থলের অর্থ এইরূপ— যেমন চিকিৎসা শাস্ত্রে রোগের ঠিক ঔষধ লেখা থাকিলেও এবং তাহার ব্যবহারে সদ্য রোগ নাশ হইলেও তাহার
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।