Noe ভূমিকা | সেরূপ লাবণ্যও আছে । সুতরাং এমন জড়োয়৷ গহনা মোড়া, বারাণসী সাট পরা, টুক্টুকে ননীর পুতলীকে-কে না আদর করবে। এরূপ সুন্দরী-তন্দ্রপ গ্লাস্ কেসে রাখিয় । ‘জাথি ভরি’ দেখিবার সামগ্রী বটে-কিন্তু তাহ ব্যবহারের উপযোগী নহে। কবিয়ঞ্জনের কাব্যে এত মূল্যবান অলঙ্কার নাই বটে—কিন্তু যাহা আছে তাছু বেশ গা সাজান-বেশ চলন সই। স্বধু তাঁহাই নহে—তাহার কাব্যমুনারী এমনই রূপবতী ষে অলঙ্কার না থাকিলেও তাহার শোভা--তাহার গৌরব অতুলনীয়। বাস্তবিক তাহ!— “সরসিজমনুবিদ্ধং শৈবালেনাপিরম্যং মলিনমপি হিমাংশোলাশ্ম লক্ষ্মীং তনোতি । ইয়মধিক মনোজ্ঞবল্কলেনাপি তন্ত্ৰী কিমিবহি মধুরানাং মওনেনাকৃতিনাং ।” ভারতের কাব্যমুন্দরী বিদ্যুৎ প্রভায় নয়ন ঝলসিত করে— কবিরঞ্জনের কাব্য ইলেক্টুক্ লাইট্ বা গ্যাসেৰু আলোর স্তায় উজ্জল, অথচ ব্যবহারোপধোগী । পাঠকগণ কবিরঞ্জনের বিদ্যা ও সুন্দরের রূপবর্ণন প্রভৃতি zস্বান দেখিলেই বুঝিবেন—তাহার অলঙ্কার সন্নিবেশ কৌশল কেমন চমৎকার । - ইছার- 毗 “ডুবিল কুরঙ্গশিশু মুখেন্দু স্বধায় । লুপ্ত গাত্র তত্র মাত্র নেত্র দেখা যায়।” ইছার— “উথলে বিরহসিন্ধু ভঙ্গে শাস্তিসেতু। মনোমীন ধরিল ধীবর মীনকেতু ॥” ইহার “চন্দ্র মধ্যে চন্দ্র দীপ্ত স্থচন্দন বিন্দু।” ইহঁার-— “দ্বিগুণ বাড়িল প্রেম মাণিক্য জড়িত হেম সেইরূপ ভাব দোহাকার ।”
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।