বিদ্যাকে দর্শনার্থ নারীগণের আগমন । زمي وهو لاسته رايه لا) মুখফোড় মেয়ে-যাহারা মুখরা ও স্পষ্টবাদিনী । জগদীশ্বরী—কবিরঞ্জনের কন্যা । নায়ক—প্রধান গায়ক । ইহা দ্বারা স্পষ্ট বুঝা যাইতেছে যে, তৎকালে বিদ্যাসুন্দর রীতিমত গীত হইবার জন্তই লিখিত হইয়াছিল। তখনকার সকল কাব্যই গীত হইত। এখনকণর মত সোজা করিয়া কাব্য পড়িবার রীতি ছিল না । সুন্দরের স্বরাজ্যাভিষেক । (:jه هندس ۹نه د) সম্মত প্রজা যতেক-হিন্দু রাজ্য অবশ্য প্রজাতন্ত্র ছিল না। কিন্তু রাজা প্রজাবৎসল ছিলেন । প্রজার সম্মতি লইয়াই সকল কাজ করিতেন। প্রজারঞ্জন তাহাদের প্রধান ব্রত ছিল । এই জন্য এস্থলে পুত্রকে রাজ্যাভিষেক কালে গুণসিন্ধুরাজ প্রজাদের সন্মতি লইয়াছিলেন। বামেতে মহিষী-হিন্দু রাজাদের এই নিয়ম ছিল। প্রজাপলিন রাজধৰ্ম্ম এবং সস্ত্রীকে ধৰ্ম্মমাচরেৎ । কবিরাজ–কবিশ্রেষ্ঠ, জ্ঞানবান । নিজ দেহ ছবি--- দীপ জ্বলে।-- এই উপমাট অতি চমৎকার । কালিদাসের রঘুবংশ হইতে ইহ গৃহীত। যথা, “ন কারণাৎ স্যাৎ বিভিদে কুমারঃ । 歌 প্রবর্তিতাদীপ হব,প্রদীপাৎ ॥” অভেদ সুন্দর-নিজ সেন্দর্য্যের সহিত ইহার কোনই প্রভেদ নাই । সৰ্ব্বাঙ্গমৃদর |
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৩৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।