পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । రిక সুন্দরের সহিত প্রথম পরিচয়েই জানিতে পারা যায় যে র্তাহার, te - “কোন শাস্ত্রে নাহি ক্ৰটি যে কহে সে দৃঢ় কোটা ক্ষণ মাত্রে তাহার সিদ্ধান্ত । মাধব জানিলু দড় ভবানীর ভক্ত বড় নিতান্ত বিদ্যার "এই কান্ত ॥” আবার সুন্দরের যেমন গুণ, রূপও তেমনি,— “কি মেরু শিখর কিবা বিধুবর বিবেচনা কর কি তরুতলে ।” 游 米 米 “কেহ কহে হাসি মনে হেন বাসি সৌদামিনি রাশি এমনই হবে।: * 擊 米 “অভিন্ন মদন পূর্ণেন্দু বদন কনক চম্পক কান্তি ।” কবি একস্থলে অতি আশ্চৰ্য্য কৌশলের সহিত সুন্দরের অনিন্দ্যসুন্দর রূপের পরিচয় দিয়াছেন। যখন কোটাল চোর ধরিতে আসে, তখন সুন্দর বিদ্যার পরামর্শে নারীবেশ ধরেন । সেই সময়ে বিদ্যার সহিত সুন্দরের তুলনা করিয়া কবি বলিয়াছেন, “ “ সুন্দরী বলিয়া বড় ছিল অভিমান । সুন্দর সুন্দর রূপে গেল সেই ভান ॥” আবার একস্থলে মালিনী বিদ্যার নিকট সুন্দরের পরিচয় দিয়া বলে, দৃষ্ট নহে শ্রত নহে রূপ হেনরূপ । গুণসিন্ধু স্থত গুণ সিন্দুর স্বরূপ ॥ t 永 永 বদনে বিরাজে বাণী বিদ্বান বিপুল। পঞ্চবক্ত, পদ্মৰোনি প্রায় সমতুল।