পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। Jరిసి ইত্যাদি উপদেশ দিয়া বলিলেন, “তোমার বাতাসে সৰ্ব্ব ধৰ্ম্ম নষ্ট হয়।” তখন কালী তাহাকে প্রত্যক্ষ হইয়া আকাশ বাণী করিলেন, “ভয় নাই ভকত ভুবনে শীঘ্ৰ যাব। গুণ নিধে গুণবতী গত মাত্র পাবা।” বৰ্দ্ধমানে পহুছিয়াই প্রথমে সুন্দরের মালিনীর সহিত পরিচয় হইল। বলিলেন, “সেবি বিদ্যা বিদ্যা লাগি হইয়াছি দেশত্যাগী যদি বিদ্যা পুরাণ কামনা ৷” স্বধু ডাহাই নহে। সুন্দর আপনার গুণের কথা বেশ বুঝিতেন, তাই মালিনীকে বলিয়াছিলেন, “গুণ না থাকিলে মাসি এত দূর আসি।” সুতরাং হীরা বুঝিল, “বিদ্যায় ভকতি আছে বিদ্যালাভ হবে পাছে।” তখন হীরার সহিত সুন্দরের অনেক কথা বাৰ্ত্ত হইল। হীরা বলিল, 總 আর শুন গুণযুত তব নামে ভগ্নীস্বত কহিতে বড়ই ভয় বাসি । যদ্যপি না ঘৃণা কর থাকহ আমর ঘর ধৰ্ম্মত তোমার আমি মাসি ॥ ধাহা হউক, সুন্দর হীরার বাড়ী থাকিতে সন্মত হইলেন । পথে নানা কথা বাৰ্ত্ত হইল—হীরা সুন্দরকে বিদ্যার রূপের পরিচয় দিলেন । সুন্দর যে ঈশ্বরানুগ্রহীত লোক, তাহ হীরা শীঘ্রই বুঝিল, কেননা, “সে জন গমনে কুসুম কাননে বিকাশিত হয় পুষ্প।” কাজেই হীরা ভাবিল, সুন্দর ‘সামান্য পুরুষ নহে ।” 豪 籌 潑