পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ কবিরঞ্জন রামপ্রসাদের শ্রমওপ জাগ্ৰত শৈলেশ পুত্রী স্বথা। নিশাকালে চরিতার্থ শ্রীরঞ্জন তথা । > কবিরঞ্জনের জন্মকাল ঠিক নির্ণয় ফর সহজ নহে। অনেকে অনুমান করেন, ১৬৪ •—১৬৪৫ শকের মধ্যে কবিরঞ্জনের জন্ম হয়। সাধকসঙ্গীত সংগ্রহকার শ্ৰীযুক্ত কৈলাসচন্দ্র সিংহ । বলিয়াছেন, “বহুযত্নে ইহা জানিতে পার। গিয়াছে যে, কবিরঞ্জন ১৬৪২ শকে জন্মগ্রহণ করেন। তাহ হইলে ১১২৭ সাল (ইং ১৭১৮ খ্রীঃ আব্দ) কৰিরঞ্জনের জন্মকাল বলিতে হইৰে । সে জাজ ১৬৭ বৎসর হইল। ভারতচঞ্জ ১৬৬৪ শকে (বা: ১১১৯ সালে) জন্মিয়াছিলেন । সুতরাং ভারত কৰিরঞ্জন অপেক্ষা আট বৎসরের বড় ছিলেন । রামপ্রসাদ বৈদ্যবংশীয় ছিলেন। মৃত দয়ালচন্দ্র ঘোষ মহাশয় বহু কষ্টে রামপ্রসাদের বংশাবলীর তালিকা সংগ্ৰহ করেন, এই তালিকা পরিশিষ্টে দেওয়া হইল। ইহা দ্বারা র্তাহার বংশ সম্বন্ধে আর কোন সন্দেহ থাকে না । তাহার কতকগুলি গানের ভনিতায় “দ্বিজ’ শব্দ দেখিয়া আনেকেরই ভ্রম হইতে পারে যে, রামপ্রসাদ ব্রাহ্মণ ছিলেন । এ সম্বন্ধে দুইরূপ সিদ্ধান্ত হইতে পারে। প্রথমতঃ, শাস্ত্রমতে শূদ্র ব্যতীত সকলেই দ্বিজ । বৈদ্যগণ শূদ্র নহেন, অন্ততঃ তাহারা একথা স্বীকার করেন না—সুতরাং শাস্ত্রমতে র্তাহারা দ্বিজ । কিন্তু কথা হইতেছে যে, বহুকাল পূৰ্ব্ব হইতেই ত ব্রাহ্মণ ব্যতীত আর কোন বর্ণই আপনাকে দ্বিজ বলিত না । সুতরাং রামপ্রসাদ সেরূপ করিবেন কেন । ইহার একরূপ উত্তরও দেওয়া যাইতে পারে। ঠিক রামপ্রসাদের জীবনকালে (অথবা তাহার দুই চারি বৎসর পুর্ব হইতে) বৈদ্যদের মধ্যে একটা ঘোর আন্দোলন উপস্থিত হয়। সকল বৈদ্য একত্রিত হইয় আপনাদিগকে ব্ৰাহ্মণের ঔরসজাত প্রতিপন্ন করিয়া উপবীত গ্রহণ করেন এবং অশৌচ কাল সংক্ষেপ ৰুরিয়া বয়েন । রামপ্রসাদ বোধ হয় এই আন্দোলন স্রোতে পড়িয়া আপনাকে দ্বিজ বপিতেন। কেহ কেহ বলেন, ৰিজ