পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনবৃত্তান্ত । X > কতকটা সম্বন্ধ আছে। ইহার চলিত নাম আজু গোসাই । ইনি, বৈষ্ণব ছুলেন - সুতরাং কালীভক্ত রামপ্রসাদের সহিত ইহঁর বিবাদ ছিল । রামপ্রসাদ যে গান করিতেন—অনেক সময় ইনি তাঙ্গর পালটা স্বরূপ গান বাধিতেন। অনেকে ইহাকে পাগল বলিত । কিন্তু ইনিও এক জন কবি, ভক্ত ও ভাবুক ছিলেন সন্দেহ নাই। কুমারহট্টে অবস্থিতি কালে মহারাজ কৃষ্ণচন্দ্র মধ্যে মধ্যে রামপ্রসাদ ও আজু গোসাইকে একত্রিত করিয়া, তাহীদের মধ্যে দ্বন্দ্ব লাগtহয়। দিয়া আমোদ করিতেন । মহারাজা বৈষ্ণবদিগের উপর তত শ্রদ্ধাবান ছিলেন না বলিয়াই হউক, অথবা আজু গোসাইয়ের কবিত্বশক্তি উৎসাহের উপযুক্ত ছিল না বলিয়াই হউক— তিনি তাহাকে রীতিমত উৎসাহ দেন নাই । অপ্রাসঙ্গিক হইলেও এস্থলে রামপ্রসাদ ও আজু গোসাইয়ের উত্তর প্রত্যুত্তর দুই একটা উদ্ধ ত হইল। রামপ্রসাদের গান - “এসংসার ধোকার কাটি। ও ভাই আনন্দ বাজারে লুটি ॥– “ইত্যাদি । আজু গোসাই –“এশংসার মুখেরে কুটি। ওরে থাই দাই মজা লুটি ৷ যার যেমন ধন, তেমনি ধন মন, করবে পরি পটী । ওহৈ সেন, অল্প জ্ঞান, বুঝ কেবল মোটামুটী । ওরে ভাই বন্ধু দার। সুত পিড়ি পেতে দেয় দুধের বাট ॥” রামপ্রসাদের গান ৷ - “মুক্ত কর মায়া জালে ।” আজু গোসাই । “বদ্ধ কর মা থেপ্‌লা জালে । বtতে চুণ পটী এড়বেন, মজা মারত্ব ঝোলে ঝালে ।” রামপ্রসাদ আজুগোসাইকে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন, “কৰ্ম্মের ঘাট, তেলের কাট, আর পাগলের ছাট । মোলে ও যায় ন! ॥৭ আজু গোসাই উত্তর দিয়াছিলেন, - “কৰ্ম্ম ডোর, স্বভাব চোর, আর মদের ঘোর মলেও যায়ন ॥"