পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনধু ভীস্ত । "ల আর এক কথা—তাহার শেষ পুত্র হইলে বৃদ্ধ বয়সের পুত্র বলিয়। অজু গোঁসাই রহস্য করিয়া “তুমি ইচ্ছা সুখে ফেলে পাসা” প্রভৃতি যাহা বালয়ছিল, তাহ হইতেও বোধ হয় যে রামপ্রসাদ বৃদ্ধ বয়সেই মানবলীল সম্বরণ করিয়াছিলেন। র্তাহার সজ্ঞান মৃত্যুর গন্থেও সেই কথা প্রমাণিত হয়- নিম্নে তাহার উল্লেখ করা হইয়াছে। 念 সাধক রামপ্রসাদের জীবন সম্বন্ধে কতকগুলি অলৌকিক উপাখ্যান আছে । অদ্যাপি অনেকে তাহ বিশ্বাস করেন। নিষুে তাহার কয়েকটা উদ্ধ ত হইল। ১ । এক দিন রামপ্রসাদ বেড়। বtiধuতছিলেন ও আiপন BB BB BBBBBSBBB S BBB ggB SK BBB BBB কন্ত। জগদীশ্বর তাহাকে সাহায্য করিতেছিলেন । জগদীশ্বরী কাৰ্য্যাস্তরে হঠাৎ সেখান হহতে চ৷৭য়া গেলেন। কিন্তু রামপ্রসাদ তাহ দেখেন নাই । কিন্তু দূড়া পুৰ্ব্বমত বেড়ার অপর পাশ্ব হইতে ফিত্নাহয় দেওয়া হইতেlছল । জগদীশ্বরী ফারয়। আসিয়া বেড়া বাধা অনেক দুর হইয়াছে দেখয়া—কে দাড় {ফরহয় দিতেছিল জিজ্ঞাসা করিলেন। তখন রামপ্রসাদ বললেন, “ কেন মা তুমিহ ত এতক্ষণ দাড় ফিরাহয় দিতেছিলে ”। তখন রামপ্রসাদ সকল কথা জানিলেন—বুঝিলেন যে, স্বয়ং দেরী তাহার কহ্যারূপে দুড়। ফরাইয়। দিতেছিলেন । আর একদিন রামপ্রসাদ গঙ্গ। স্নান করিয়৷ বাট আসলে র্তাহার মাত বলিলেন, রামপ্রসাদ কে এক জন স্ত্রীলোক তোর গান শুনিতে আসয়াtছল, তোর দেখা ন পাহয়৷ চণ্ডীমণ্ডপে কি লখিয়া গিয়াছে ? রামপ্রসাদ ভক্তি গদুগদু ভাবে দেখিলেন, কাশী ইহুতে স্বয়ং অন্নপুণ। তাহার গান শুনিতে মাসিয়াছিলেন । রামপ্রসাদ তখনছ আভ্র বস্ত্রে মাতাকে সঙ্গে লইয়া “ মন চল রে বারাণসী ” ইত্যাদ গান করতে করিতে কাশী যাত্র করলেন- এবং এবেণীর নিকটস্থ কোন গ্রামে গিয়া সে . রাত্রি অবস্থান করলেন। সেই রাত্রিতে অন্নপূর্ণ তাছাকে কাশী না গয়৷ সেই খানেহ গান গুনাহতে বলেন ।