$8 কবিরঞ্জন রামপ্রসাদের রামপ্রসাদ “ কাজ কি আমার কাশী ” “ কাজ কি রে মন যেয়ে কাশী” প্রভৃতি গান করিয়া সেবার বাটা ফিরিয়া’আসেন। ৩। শিবা শিবারূপ ধারণ করিয়া তাহার হস্ত হইতে অন্ন গ্রহণ করিয়াছিলেন । ৪ । তিনি গাব গাছ হইতে পদ্ম নাৰাষ্ট্রম কালীপূজা কৱিয়াছিলেন । t এই সকল অলৌকিক ঘটনা সম্বন্ধে প্রসাদপ্রসঙ্গকার লিথিয়াছেন, “ এই সকল ঘটনা সাংসারিক ভাবে অলৌকিক ও অসম্ভব, কিন্তু আধ্যাক্সিক ভাবে নিতান্ত সঙ্গত । ৫ । রামপ্রসাদের মৃত্যু সম্বন্ধে এইরূপ জনশ্রুত আছে ষে, তিনি পূর্বেই আপনার মৃত্যুর কথা বুঝিতে পারিয়াছিলেন। তদনুসারে তিনি মৃত্যুর পূৰ্ব্বরাত্রে কালীপূজা করেন। পরদিন বিসর্জনের সময়, আপন পরিবারদিগকে নিজ আসন্নকাল উপস্থিত জানাইয়া, সকলের সহিত গান গাহিতে গাহিতে গঙ্গাতীরে গমন করেন । এবং গঙ্গায় কালী বিসর্জন দিয়া অৰ্দ্ধনাভি গঙ্গাজলে দাড়াইয়া, চারিট গান করেন । “ কালী গুণ গেয়ে বগল বাজায়ে ” “ বল দেখি ভাই কি হয় মলে,” * নিতান্ত যাবে দিন - এই তিনটী গান গাহিয়া পরে “ তারা তোমার আর কি আছে মনে ’’ এই গানের “ মাগো ওমা আমার দফা হল রফ দক্ষিণাস্ত হয়েছে ” এই tশধ অংশটুকু গাহিবামাত্র, ব্ৰহ্মরন্ধ, ভেদ করিয়া রামপ্রসাদের প্রাণবায়ু বহির্গত হইল। “ তাহার মৃত্যু পোগে হয় নাই—ভাবে মৃত্যু ” বাস্তবিক যেমন কাচময় গৃহে আবদ্ধ থাকিলে-বাহিরের সমস্ত বস্তুই নখদর্পণে দেথা যায়—অথচ তাহার নিকট যাওয়া যায় না—সেইরূপ সিদ্ধ পুরুষগণও এই দেহ মধ্যে আবন্ধ থাকিয়৷ সমস্ত অতীন্দ্রিয় বিষয়ই নখদর্পণে দেথিতে পান । প্রসাদ নিজ মৃত্যু সময় বুঝিবেন—ইহা আশ্চৰ্য্য কি ? এখনও মধ্যে মধ্যে কোন কোন লোকের এইরূপ আশ্চর্য্য মৃত্যুর কথা শুন-গিয়াছে । রামপ্রসাদ তান্ত্রিক মতাবলম্বী সাধক ছিলেন সুতরাং তিনি
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।