এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লক্ষী বন্দন । বহু কষ্টে চিত্তে খেদ সঙ্কলন করি বেদ নানা-শাস্ত্র করিলা বিধান ॥ তব কৃপাদৃষ্টি যারে জগ্নত জিনিতে পারে ধরাতলে সেই জন ধন্য। তুমি গে। যাহারে বাম জিয়া তার কিবা কাম মূঢ়মতি সে অতি জঘন্য ॥ তুমি বিশ্ব অন্তর্যামী স্তব কিবা জানি আমি . বেদাগমে অতুল্য মহিমা । শ্ৰী প্রসাদে বলে মাত স্মরহর হরি ধাত৷ কোনরূপে না পাইলা সীমা ॥ লক্ষী বন্দন । কমলে কমলা বন্দে কোমল শরীর। কমলচরণে শোভে মঞ্জুল মঞ্জীর। গুরু উরু ডমরু-মুচারু মধ্যদেশ। ত্ৰিবলী গভীর নাভি কি কব বিশেষ ॥ কান্তি মধ্যে উভ তটে গুপ্ত যুগ্মকোক। তব রোমাবলী কুচকুম্ভ কহে লোক ॥ পঙ্কে বাস বিস সে কি বাহুদও অণু। তুলা নহে বিসে কি সে ভেবে ক্ষীণ তনু ॥ নাসা তিলফুল তাহে বিলোল বেসোর । পূৰ্ণচন্দ্ৰ শোভা যেন পিবতি চকোর। জিনিয়া আরক্ত মুক্তtফল দস্তশোভা । বিশ্বtধর প্রতিবিম্ব মুক্ত মনোলোভা।