পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সুন্দরের বদ্ধমান যাত্রা । > > খেমু বৎস প্রযুক্ত সম্মুখে বরাঙ্গন । পুর্ণকুম্ভ কক্ষে মত্তকুঞ্জরগমন ॥ বুঝিলা বিনোদবর বিদ্যাবতী লাভ । প্রসন্ন পৰ্ব্বতপুত্রা প্রকৃষ্ট প্রভাব ॥ এড়াইলা স্বদেশ বিদেশ দিল দেখা । মহারণ্যে মহাকবি প্রবেশিলা এক। ॥ ক্ষুধা তৃষ্ণ নিদ্রা নাহি চলে রাত্রদিব । কি ভয় সঙ্কটে সদা সঙ্গে সঙ্গে শিৰা ॥ পথশ্রমে যদ্যপি জন্মায় বড় ক্ষুধা । শ্রুতিপথে পিয়ে বিদ্যানাম রসস্বধt.॥ বনে বনচর কত চরিয়া বেড়ায় । তুষ্টতর তারা তারে ফিরে না তাকায় ॥ ভক্তে ভয় দর্শাইতে দেৰী ভগবতী । মায়ায় স্বজিল নদী বেগবতী অতি ॥ ছিল না কাণ্ডারী তরী অত্যন্ত গভীর । তালবৃক্ষ তুল্য ভাসে প্রলয় কুম্ভীর ॥ স্বতুঙ্গতরঙ্গরঙ্গ অঙ্গ কাপে ডরে। ফাপর হইল ফিরে যেতে চাহে ঘরে ॥ হেনকালে শুনহ অপূৰ্ব্ব এক কথা । অকস্মাৎ মহাযোগী উপস্থিত তথা ॥ বিভূতিভূষিত তন্থ কণ্ঠে অক্ষমাল। তাম্রবর্ণ জটাভার দুই চক্ষু লাল ॥ করে।পরে ত্রিশূল শাৰ্দ্দলচৰ্ম্ম কক্ষে । উৎপত্তি প্রলয় স্থিতি কিঞ্চিৎ কটাক্ষে ॥