>& বিদ্যাসুন্দর । যোগী জেনে যতনে যুড়িয়া দুই পাণি । ধরা লোটাইয় পড়ে চরণ দুখানি ॥ যোগী জিজ্ঞাসিলা কহ সত্য সমীচীর । কি নাম কোথায় ধাম তনয় কাহার ॥ সুন্দর কহেন নিবেদন মহাশয় । কাঞ্চিদেশ ধাম গুণসিন্ধুর তনয় ॥ সুন্দর আমার নাম বিদ্যা-ব্যবসাই । বিদ্যা অন্বেষণে বীরসিংহদেশ যাই ॥ যোগী বলে একাকী বিষম ঘোর বনে । পথপ্রাজ্ঞ নহ তুমি যাইবা কেমনে ॥ পুনরপ্লি কহে আমি পথপ্রাজ্ঞ নই ৷ ভরসা কেবলমাত্র কালী কৃপামই ॥ দনুজ-দলনী শ্যামা জননী যাহার। জলে স্থলে অন্তরীক্ষে ভয় কি তাহার । আরবার যোগী বলে শুন হে বালক । শিবপদ ভজ তিনি জগতপালক ॥ আশুতোষ দেবদেব মুখমোক্ষদাতা । সঙ্কটে শঙ্কর বিনা কেবা ভয়ত্রীত ৷ স্নান কর গুচি হও দণ্ড দুই রহ । কালীমন্ত্র পরিহর হরমন্ত্র লহু ॥ কোপে কাপে কলেবর কবি কহে কটু। বুঝিলাম আগমে নিগমে বড় পটু ৷ কেন মহিৰেক চাহি এমনি যে ভক্তি । কোন গুরু কহেছেন শিব ছাড়া শক্তি ॥
পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।