পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&b বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক (ZnCl, ) ও নিশাদল ( NH,C ) জলে মাখিয়া প্রস্তুত হয়, এই ঘন পদার্থের পর আবার দ্বিতীয় একটি ঘন পদার্থ ( ২ ) আছে। এই দ্বিতীয় ঘন পদার্থ কয়লার গুড়, মাঙ্গানিজ ডাইঅক্সাইড, **Iso জিঙ্কক্লোরাইভ ও নিশাদলকে জলে মাখিয়া প্ৰস্তুত । এই দ্বিতীয় ঘন পদার্থের মধ্যে (১) একটি গ্যাস কয়লার দও । এই সেলটি বাহিরে পিজবোড ( a ) আবৃত ও উপর দিকে পিচ দিয়া ঢাকা এবং উপরে একটি "كعك طك - সরু ছিদ্র থাকে যাহাতে উছার মধ্য হইতে গ্যাস নির্গত চিত্র—১ হইতে পারে। ইহাতে . কাৰ্ব্বন পজিটিভ পোল ও দস্তা নেগেটিভ পোল । ইহার ই, এম, এফ, প্রায় লেকল্যাঙ্ক সেলের ন্যায়, এবং আভ্যন্তরিক বাধা সাধারণতঃ ৫ ওম এরও কম । হেল্লেসেন(Hellesen) শুষ্ক সেল-গোলকাগজ আবৃত উপযুপিরি দুইটি দস্ত পাতের পাত্র থাকে, তন্মধ্যে অস্তবত্তী পাত্রটি ছিদ্রময়। এই পাত্রদ্বয়ের মধ্যে জলের সহিত কর্দমাকারে প্যারিস প্লাষ্টার, নিশাদল ও ট্রাগাকান্থ গদ মিশ্রিত থাকে। সেলটির মধ্যস্থলে কাৰ্ব্বন দও থাকে ও এই কাৰ্ব্বনদণ্ডের চতুর্দিকে জলে মিশ্রিত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, নিশাদল ও প্লামবেগে ( Plumbago ) কর্দমাকারে ব্যবহৃত হয় । সেলটি উপরদিকে পিচ দিয়া ঢাকা ও এই পিচের মধ্য দিয়া সরু ছিদ্র থাকে যাহাতে ভিতর হইতে গ্যাস নির্গত হইতে পারে। আকৃতি অনুযায়ী ইহাদের আভ্যন্তরিক বাধ৷ - ২–“৭ ওম পর্য্যন্ত হয় । - শুষ্কসেলের সুবিধা এই যে তাহাদিগকে সহজে একস্থান হইতে অন্যস্থানে লইয়া যাওয়া যায়, যে কোন অবস্থায় তাহাদের ধারণ করা যায়, তাহাদিগকে বিশেষ দেখা শুনা করিতে হয় না এবং তাহারা সাধারণ তরল পদার্থ বিশিষ্ট সেল অপেক্ষা পরিষ্কার পরিচ্ছন্ন | ح۔ ARAFI: Gin (Bichromate cell):-èsi ast atat:5 fafi