পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক *R বিশিষ্ট র্কাচের বোতলে প্রস্তুত, চিত্র—১৩১। দুইটি সমান্তরাল কয়লার পাত * ** পজিটিভ পোল, ইহারা পিত্তল দ্বারা উপরে সংযুক্ত। ইহাদের দী মধ্য দিয়া একটি পারদলিপ্ত Zn পুতি আছে, ইহাই নেগেটিভ পোল। এই Zn পাতটি ছিপির মধ্য দিয়া একটি গোল দণ্ডের দ্বারা ধুত। সেল যখন ব্যবহার হইতেছে না তখন এই দণ্ডটিকে টানিয়া উপর দিকে তুলিয়া লইলে Zuটি তরল চিত্র—১৩১ পদার্থ হইতে উঠিয়া আসে, সুতরাং আর ক্ষয় হয় না । ইহাতে যে তরল পদার্থ ব্যবহার হয় তাহার উপাদান নিম্নে প্রদত্ত হইল । ১০ ভাগ ... ، ۰۰۰ ه. ,0 , Cr و t5 Kت ه ه لا ، ، ، ، . . . . م . . . . . .{ة قة H2SO, ............ سه تا .Hga SO ه .... . . . . . . . . * . HgaSO, ( মার্কিউরাস সালফেট ) Zn কে এমালগাম বা পারদলিপ্ত অবস্থায় রাখিবার জন্য ব্যবঙ্গর হয়। এই সেলের কার্য্যাবলী— c*13ßa :-–Zn + H„SO, = ZnSO, + H, ডিপোলারিজেসন :–K.Cr.O, ও HASO, মিলিয়া পোটাসিয়াম সালফেট ( K. SO, ) ও ক্রোমিক এসিড ( H.Cro, ) উৎপন্ন হয়। এই ক্রমিক এসিডই প্রকৃত পক্ষে ডিপোলারাইজারের কার্য্য করে অর্থাৎ H, কে জলে পরিণত করে ও তজ্জন্য লিঙ্গে ক্রোমিক অক্সাইড (Cros ) হইয়া যায়। এই ক্রেমিক অক্সসাইড পরে H2SO, aq সহিত মিলিত হইয়া ক্রেমিয়াম সালফেট Cr, (SO, ), হয় এবং তাহা KuSO, এর সহিত যুক্ত হইয়া ক্রোম-এলাম KACra (SO, ) , নামক এক প্রকার লবণ উৎপন্ন করে যথা— K2Cr,0, + H2SO, + H2O=2H2CrO, +K2SO, 2HgCrO4 + 3H2 - Cr, Oa + 5H2O Cr, Oa +3H, SO, – Cr2 (SO, )a +3H,O K,SO. +Cr, (SO.) a - K2Cr, (SO.). অতএব এই সেলে H. SO, ও Zn উভয়েই ক্ষয়প্রাপ্ত হয় ।