পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক একটি পাত্রে জলমিশ্ৰিত সালফিউরিক এসিডে ভাসাষ্টলে দেখা যায় যে ইহা এরূপভাবে ঘুরিয়া যায় ষে সলিনয়েডটি দওচুম্বকের মত উত্তর শু দক্ষিণ দিক লইয়া অবস্থান করে । এবং একটি চুম্বক মেরু করেলের শেষদিকে লইয়া গেলে দেখা যায় যে এক শেষভাগ আক্রান্ত ও অপর শেষভাগ নিক্ষেপিত হয়। ১৭৯ চিত্রে פר כ-f5d তীরদ্বারা প্রবাহের দিক নির্দেশকরা হইয়াছে। ইহাতে আমপেয়ারের নিয়মাকুযায়ী বাম শেষভাগটি N মেরু ও ডাহিনা শেষভাগটি S মেরু হয়। এবং পরীক্ষা করিলেই দেখা যাইবে যে বামশেষভাগটি N মেরু -দ্বারা ও ডাহিন। শেষভাগটি S মেরু দ্বারা নিক্ষিপ্ত হয় । বৈদুতিক চুম্বক (Electromagnet):-2Rieffie চুম্বকরাজ্যেংপাদক কয়েলের মধ্যে একটি লৌহকে বৈদ্যুতিক অসংযুক্ত . অবস্থায় রাখিলে লৌহটি চুম্বকে পরিণত হয় এবং আমপেয়ারের নিয়ম মুয়ারী লৌহের দিকে মুখ রাখিয়া কয়েলের উপর দিয়া প্রবাহের দিকে সস্তরণকারীর বামহস্তের দিকে N মেরু ও দক্ষিণ হস্তের দিকে S মেরু স্বস্ট হয়, (চিত্র—৫৩)। এই চুম্বকীভবনের অনুমান এই যে কয়েলের মধ্য দিয়া প্রবাহ যাইতে থাকিলে কয়েলটি একটি দগুচুম্বকের স্থায় হয় ও কয়েলের মধ্যে চুম্বকরাজ্য উৎপন্ন হয় অর্থাৎ বলরেখা স্বই হয়। এই চুম্বক রাজ্যের বলরেখার সংখ্যা রাজ্যের মধ্যগের (অর্থাৎ যাহার মধ্যে বলরেখা স্বই হয় ) উপর নির্ভর করে। যেমন অধিক বাধাপ্রদ পথে প্রবাহের তেজ কম হয়, সেইরূপ বায়ু প্রভৃতি মধ্যগের মধ্যে বলরেখা যাতায়াতে অধিক বাধা পায় বলিয়া অধিক পরিমাণে উৎপন্ন হইতে পারে না। কিন্তু লৌহ প্রভৃতি চুম্বক পদার্থের মধ্য দিয়া যাতায়াতে বলরেখা অতি অল্প বাধা পায় বলিয়া ইহাদের মধ্যে বলরেখা অত্যন্ত অধিক পরিমাণে উৎপন্ন হইতে